Bootstrap Image Preview
ঢাকা, ২০ শনিবার, এপ্রিল ২০২৪ | ৬ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

জিয়াউর রহমান বঙ্গবন্ধু হত্যায় সরাসরি জড়িত ছিলেন: কৃষিমন্ত্রী

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ১৮ আগস্ট ২০১৯, ০১:৪৫ PM
আপডেট: ১৮ আগস্ট ২০১৯, ০১:৪৫ PM

bdmorning Image Preview


'জিয়াউর রহমান বঙ্গবন্ধু হত্যায় সরাসরি জড়িত ছিলেন। মওদুদরা আদর্শিক শয়তান। এইসব শয়তানদের কারণে দেশ বার বার পিছিয়ে গেছে।'

আজ রবিবার (১৮ আগস্ট) সকালে সচিবালয়ে মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে জাতীয় শোক দিবস উপলক্ষে আয়োজিত আলোচনা অনুষ্ঠানে এসব কথা বলেন কৃষিমন্ত্রী ড. আবদুর রাজ্জাক।

মন্ত্রী বলেন, বিএনপি যখনই ক্ষমতায় এসেছে ৭৫-এর খুনি ও ৭১ এর পরাজিত শক্তির এজেন্ডা বাস্তবায়ন করেছে।' এক প্রশ্নের জবাবে মন্ত্রী  বলেন, এ বছর বন্যায় কৃষিতে ক্ষয়ক্ষতি ২০০ কোটি টাকার বেশি নয়।

তবে কৃষকদের পুশিয়ে উঠতে বাজেটেই ১২০ কোটি টাকা বরাদ্দ দেওয়া আছে। আরো সহযোগিতা করা হবে। তিনি বলেন, আমাদের জন্য আশার সংবাদ হচ্ছে, এ বন্যায় বীজের ক্ষয়ক্ষতি হয়েছে। এজন্য সরকার রবি মৌসুমের বীজ দিয়ে সহযোগিতা করা হচ্ছে। আলোচনা অনুষ্ঠানে মন্ত্রণালয়ের সচিব মোহাম্মদ নাসিরুজ্জামানসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন। 

Bootstrap Image Preview