Bootstrap Image Preview
ঢাকা, ২৪ বুধবার, এপ্রিল ২০২৪ | ১০ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

ঈদের ছুটি শেষে আজ থেকে খুলেছে সুপ্রিম কোর্ট

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ১৮ আগস্ট ২০১৯, ০১:২৭ PM
আপডেট: ১৮ আগস্ট ২০১৯, ০১:২৮ PM

bdmorning Image Preview


টানা দুই সপ্তাহ ছুটির পর আজ খুলেছে দেশের সর্বোচ্চ আদালত সুপ্রিম কোর্ট। খোলার প্রথম দিন আইনজীবী, বিচারপ্রার্থীদের পদচারণায় ব্যস্ততা শুরু হয়েছে।

আপিল বিভাগ ও হাইকোর্ট বিভাগের কার্যক্রম শুভেচ্ছা বিনিময়ের মাধ্যমে শুরু হয়। সকালবেলা প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেন সুপ্রিম কোর্টের আইনজীবী সমিতির সভাপতি, সম্পাদক এবং জ্যেষ্ঠ আইনজীবীদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন।

এর আগে গত ৪ আগস্ট থেকে গতকাল শনিবার পর্যন্ত টানা ১৪ দিন এটি বন্ধ ছিল।

সাপ্তাহিক ছুটি, ঈদুল আজহার সরকার ঘোষিত অন্যান্য ছুটি এবং কোর্টে অবকাশের কারণে সুপ্রিম কোর্টের হাইকোর্ট ও আপিল বিভাগের নিয়মিত বিচারিক কার্যক্রম বন্ধ ছিল। এ সময় নিয়মিত বিচারিক কার্যক্রম বন্ধ থাকলেও আপিল ও হাইকোর্ট বিভাগে জরুরি বিষয় নিষ্পত্তির জন্য অবকাশকালীন বেঞ্চ গঠন করে দেন প্রধান বিচারপতি।

প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেনের নির্দেশে অবকাশে জরুরি বিষয় নিষ্পত্তির জন্য সুনির্দিষ্ট বিচারিক এখতিয়ার দিয়ে হাইকোর্ট বিভাগে বেঞ্চ গঠন করা হয়। এ ছাড়া আপিল বিভাগে চেম্বার কোর্টে জরুরি মামলা সংক্রান্ত বিষয়ে শুনানি ও আদেশ হয়।

Bootstrap Image Preview