Bootstrap Image Preview
ঢাকা, ২৫ বৃহস্পতিবার, এপ্রিল ২০২৪ | ১২ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

অবসরের ঘোষণা দেননি মাশরাফি, সিন্ধান্তের  জন্য দুই মাস সময় চেয়েছেন 

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ১৭ আগস্ট ২০১৯, ০৬:২৮ PM
আপডেট: ১৭ আগস্ট ২০১৯, ০৭:৩৪ PM

bdmorning Image Preview


টাইগার দলের ওয়ানডে ক্যাপ্টেন মাশরাফি বিন মর্তুজার অবসর নিয়ে বিশ্বকাপের পর থেকেই নানা কথা শুনা যাচ্ছে। ঘরের মাঠে জিম্বাবুয়ের বিপক্ষেই নাকি আন্তর্জাতিক ক্রিকেটে  নিজের শেষ ম্যাচ খেলবেন। 

কিন্তু সেই সব কথা উড়িয়ে দিলেন মাশরাফি। অবসরের সিদ্ধান্ত নেয়ার জন্য আরো দুই মাস সময় চেয়েছেন তিনি। 

বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন বলেন, মাশরাফির সঙ্গে আমার অনেকক্ষণ কথা হয়েছে। অবসরের সিদ্ধান্ত নিতে সামনে দুই মাস সময় চেয়েছে সে। এখন সময়ই সবকিছু বলে দেবে। সম্মানের সহিত আমরা ক্রিকেটারদের বিদায় দিতে চাই। তবে কখন বিদায় নিলে নিজেদের জন্য ভালো হবে, তা খেলোয়াড়দেরই ঠিক করতে হবে।

নৈতিক জায়গা থেকে মাশরাফিকে অবসরের সুযোগ করে দিতে প্রতিশ্রুতিবদ্ধ বিসিবি। যে কারণে জিম্বাবুয়েকে আমন্ত্রণ জানানোর চিন্তা করছে বোর্ড। আফগানিস্তানকে নিয়ে ত্রিদেশীয় টি-টোয়েন্টি সিরিজের পাশাপাশি জিম্বাবুইয়ানদের বিপক্ষে ওয়ানডে খেলে তাকে বিদায় জানাতে প্রস্তুত তারা।

Bootstrap Image Preview