Bootstrap Image Preview
ঢাকা, ২১ শনিবার, সেপ্টেম্বার ২০১৯ | ৬ আশ্বিন ১৪২৬ | ঢাকা, ২৫ °সে

টাইগার দলের প্রধান কোচ হলেন রাসেল ডোমিঙ্গা

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ১৭ আগস্ট ২০১৯, ০৬:১২ PM
আপডেট: ১৭ আগস্ট ২০১৯, ০৭:৩৪ PM

bdmorning Image Preview


স্টিভ রোডসের পর টাইগার দলের  নতুন কোচ হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে দক্ষিণ আফ্রিকার রাসেল ডোমিঙ্গাকে।

বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন সাংবাদিক সম্মেলন এ তথ্য জানান। চলতি মাসের ২৫ তারিখ থেকেই জাতীয় দলের সাথে যোগ দিবেন এই প্রোটিয়া।

প্রধান কোচের সংক্ষিপ্ত তালিকায় আরও ছিলেন নিউজিল্যান্ডের সাবেক কোচ মাইক হেসনের নামও। তবে শেষ পর্যন্ত বিসিবির সিদ্ধান্ত গিয়েছে ডোমিঙ্গোর পক্ষেই।

ডোমিঙ্গো ২০১২ সালের শেষ থেকে ২০১৩ সালের মাঝামাঝি পর্যন্ত দক্ষিণ আফ্রিকা টি-টোয়েন্টি দলের কোচ ছিলেন। গেল ৭ আগস্ট বাংলাদেশের কোচ হতে সাক্ষাৎকার দিতে ঢাকায় আসেন তিনি। তাতে টাইগারদের নিয়ে ভবিষ্যৎ পরিকল্পনা এবং নিজের ভাবনা বিসিবির কাছে তুলে ধরেন।

Bootstrap Image Preview