Bootstrap Image Preview
ঢাকা, ২০ শনিবার, এপ্রিল ২০২৪ | ৭ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

 আগুনে পুড়ে শেষ বস্তির সব ঘর-বাড়ি  

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ১৬ আগস্ট ২০১৯, ০৯:৪৮ PM
আপডেট: ১৬ আগস্ট ২০১৯, ০৯:৪৮ PM

bdmorning Image Preview


রাজধানীর মিরপুর-৭ এর চলন্তিকা মোড়ে একটি বস্তিতে আজ সন্ধ্যা সাতটার পর  আগুন লেগেছে। আগুনে পুড়ে শেষ বস্তির সব বাড়ি ঘর। আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের ২০ ইউনিট। 

ফায়ার সার্ভিস সদর দপ্তরের কন্ট্রোলরুমে দায়িত্বরত কর্মকর্তা এরশাদ জানান, মিরপুরে রুপনগর থানার পেছনের বস্তিতে আগুন লাগার খবর পেয়ে ফায়ার সার্ভিসের ২০ টি ইউনিট সেখানে গিয়ে তা নিয়ন্ত্রণে আনার চেষ্টা করছে। সঙ্গে পুলিশ সদস্য ও এলাকাবাসী কাজ করছেন। 

ধারণা করা হচ্ছে বৈদ্যুতিক শর্ট সার্কিটের কারণে এই আগুন লেগেছে। বস্তির সকল ঘর বাঁশের তৈরি তাই আগুন লাগার সাথে সাথে সেটি দ্রুত ছড়িয়ে পড়েছে। সেই সাথে বাতাসের বেগ বেশি থাকায় আগুন নিয়ন্ত্রণে আনা কষ্টসাধ্য হয়ে উঠেছে। তবে আগুনের তীব্রতা কিছুটা কমেছে। তাঁর কারণ বস্তির সকল বাড়ি ঘর পুড়ে শেষ। তবে স্বস্তির খবর হলো এখনো কনো হতাহতের খবর পাওয়া যায়নি। 

এই বস্তিতে ২৫০০ মত ঘর ছিলো। সেখানে ৬০-৮০ হাজার মানুষ থাকতো। ঈদের ছুটি থাকার কারণে বস্তিতে মানুষের সংখ্যা কম আছে বলে ধারণা করা হচ্ছে। এদিকে আগুনের তীব্রতা বেড়ে যাওয়ায় বস্তির আশে পাশের বিল্ডিং থেকে সকল মানুষ সরিয়ে নেওয়া হয়েছে। 

Bootstrap Image Preview