Bootstrap Image Preview
ঢাকা, ২০ বুধবার, জানুয়ারী ২০২১ | ৬ মাঘ ১৪২৭ | ঢাকা, ২৫ °সে

মাথায় বল লেগে আম্পায়ারের মৃত্যু

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ১৬ আগস্ট ২০১৯, ০৪:১৯ PM
আপডেট: ১৬ আগস্ট ২০১৯, ০৪:১৯ PM

bdmorning Image Preview


মাথায় বল লেগে আম্পায়ারের মৃত্যুর ঘটনা ঘটলো ওয়েলসে। হিউজের মতোই ওয়েলসের আম্পায়ার জন উইলিয়ামস চোট পেয়েছিলেন মাঠে। পরে হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।

গত ১৩ জুলাই ট্রিলিটে ওয়েলসের সেকেন্ড ডিভিশন লিগ ম্যাচ চলছিল পেমব্রোকেশায়ার ও নরবার্থের মধ্যে। ফিল্ড আম্পায়ারের ভূমিকায় ছিলেন পেমব্রোকের ৮০ বছর বয়সি অভিজ্ঞ জন উইলিয়ামস। ম্যাচ চলাকালীন মাথায় বল লেগে আহত হন উইলিয়ামস।

ম্যাচ সেখানেই বন্ধ করে উইলিয়ামসকে তড়িঘড়ি স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হয়। পরে কার্ডিফের ইউনিভার্সিটি অফ ওয়েলস হসপিটলে স্থানান্তরিত করা হয় অতিশীপর উইলিয়ামসকে। সেখানে দীর্ঘ এক মাস মৃত্যুর সঙ্গে লড়াই চালানোর পর অবশেষে হার মানেন জন। 

Bootstrap Image Preview