Bootstrap Image Preview
ঢাকা, ২৯ শুক্রবার, মার্চ ২০২৪ | ১৫ চৈত্র ১৪৩০ | ঢাকা, ২৫ °সে

এক দশকে  আন্তর্জাতিক ক্রিকেটে বিরাটের ২০ হাজার রান 

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ১৫ আগস্ট ২০১৯, ০৪:৪৯ PM
আপডেট: ১৫ আগস্ট ২০১৯, ০৪:৪৯ PM

bdmorning Image Preview


স্বাগতিক  ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে তৃতীয় ওয়ানডেতে  ৯৯ বলে অপরাজিত ১১৪ রান করেন বিরাট কোহলি। ১৪টি বাউন্ডারিতে সাজানো কোহলির ৪৩তম ওয়ান ডে সেঞ্চুরি। 

পরিসংখ্যান বলছে ২০১০ সালের পর থেকে এখন পর্যন্ত আন্তর্জাতিক ক্রিকেটে মোট ২০০১৮ রান করেছেন বিরাট কোহলি। বিশ্বক্রিকেটে প্রথম ক্রিকেটার হিসেবে এই কীর্তি কোহলির। এর আগে রিকি পন্টিং এক দশকে ১৮৯৬২ রান করেছিলেন৷

 শুধু তাই নয়, ওয়ান ডে ক্রিকেটে কোনও এক প্রতিপক্ষের বিরুদ্ধে সর্বাধিক ৯টি সেঞ্চুরি করার রেকর্ড ছিল শচীন টেন্ডুলকার ৷ বুধবার সেঞ্চুরি করে সেই রেকর্ড স্পর্শ করলেন বিরাট কোহলি। সচিন অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ৯টি ওয়ান ডে সেঞ্চুরি করেছিলেন৷ বিরাট কোহলি ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে করলেন ৯টি ওয়ান ডে সেঞ্চুরি৷ 

Bootstrap Image Preview