Bootstrap Image Preview
ঢাকা, ২২ মঙ্গলবার, অক্টোবার ২০১৯ | ৭ কার্তিক ১৪২৬ | ঢাকা, ২৫ °সে

ডেঙ্গুতে আক্রান্ত বাবাকে নিয়ে দুশ্চিন্তায় সৌম্য 

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ১২ আগস্ট ২০১৯, ১০:১৪ PM
আপডেট: ১২ আগস্ট ২০১৯, ১০:১৪ PM

bdmorning Image Preview


দিন যতই যাচ্ছে  সারা দেশে ডেঙ্গু আক্রন্ত রোগীর সংখ্যা ততই বাড়তে আছে। এবার ডেঙ্গু জ্বরে আক্রান্ত হলেন বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের তারকা ওপেনার সৌম্য সরকারের বাবা কিশোরী মোহন সরকার।

আজ সৌম্যর বাবার ডেঙ্গু ধরা পড়েছে  সাতক্ষীরা সদর হাসপাতালে শারীরিক পরীক্ষার পর পাওয়া তথ্য অনুযায়ী কিশোরী মোহনের প্লাটিলেট কমে এক লাখ ৩১ হাজারে এসে দাঁড়িয়েছে।

অবস্থা খুব একটা ভালো না হওয়ায় আজ সন্ধ্যায়ই বিমান যোগে যশোর থেকে ঢাকা যাওয়ার কথা ছিলো  সৌম্যর বাবার।

সারাদেশের মতোই সাতক্ষীরাতেও ডেঙ্গুর প্রভাব পড়েছে প্রকটভাবে। প্রতিদিনই বাড়ছে ডেঙ্গু রোগীর সংখ্যা। গত তিন সপ্তাহে ডেঙ্গু রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ১৫৫ জনে। এছাড়া গত ২৪ ঘণ্টায় আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ১১ জন।

Bootstrap Image Preview