Bootstrap Image Preview
ঢাকা, ২৬ শুক্রবার, এপ্রিল ২০২৪ | ১৩ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

বিরাটদের  দিতে হবে ডোপ টেস্ট

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ১০ আগস্ট ২০১৯, ১১:০৫ AM
আপডেট: ১০ আগস্ট ২০১৯, ১১:০৫ AM

bdmorning Image Preview


ভারতীয় ক্রিকেট দলের প্রতিটি সদস্যকে ডোপ টেস্টে বসতে হবে।  ভারতীয় বোর্ডকে বাধ্যতামূলকভাবে নাডার আওতায় আসতে হবে।

 ন্যাশনাল অ্যান্টি ডোপিং এজেন্সি বা নাডা ভারতীয় ক্রিকেটারদের ডোপ টেস্টের দায়িত্বে থাকবে বলেও জানানো হয়েছে। 

এবার নাডা-র আওতায় আসায় ভারতীয় ক্রিকেটারদের ডোপ টেস্টে বসতে হবে। ভারতীয় বোর্ড এতদিন বলে আসছিল, ক্রিকেটারদের ডোপ টেস্ট করানোর অধিকার নাডার নেই। যদিও কিছুদিন আগেই এই ব্যাপারে বোর্ড সিইও রাহুল জোহরির সঙ্গে আলোচনায় বসেছিল ক্রীড়া পরিষদ। 

ওয়ার্ল্ড  অ্যান্টি ডোপিংর তরফেও আইসিসি-কে জানানো হয়, বিসিসিআই-কে নাডার অধীনে আসতে হবে। ফলে চারপাশের চাপে নতিস্বীকার করা ছাড়া বিসিসিআই-এর আর কোনও উপায় নেই। ক্রীড়া সচিব রাধেশ্যাম ঝুলানিয়া এদিন রাহুল জোহরির সঙ্গে দেখা করেন। দুই পক্ষের বৈঠক শেষে বিসিসিআই-এর পক্ষ থেকে লিখিত ভাবে জানিয়ে দেওয়া হয়, এবার থেকে ভারতীয় ক্রিকেটারদের ডোপ টেস্টের দায়িত্ব সামলাবে নাডা।

Bootstrap Image Preview