Bootstrap Image Preview
ঢাকা, ২৮ বৃহস্পতিবার, মার্চ ২০২৪ | ১৪ চৈত্র ১৪৩০ | ঢাকা, ২৫ °সে

ডেঙ্গু নিধনে বিমানে আনা ওষুধ ছিটানো হবে কাল: সাঈদ খোকন

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ০৯ আগস্ট ২০১৯, ০৯:২০ PM
আপডেট: ০৯ আগস্ট ২০১৯, ০৯:২০ PM

bdmorning Image Preview
সংগৃহীত ছবি


এডিশ মশা নিধনে বিমানে করে আনা নতুন ওষুধ আগামীকাল শনিবার থেকে ছিটানো হবে বলে জানিয়েছেন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের মেয়র সাঈদ খোকন।

 শুক্রবার (৯ আগস্ট) বিকেলে রাজধানীর ধোলাইখাল পশুরহাট পরিদর্শন ও হাটে মশা নিধনের বিশেষ র্কমসূচি উদ্বোধন করতে এসে এ কথা বলেন মেয়র।

দক্ষিণ সিটির মেয়র বলেন, ‘বিমানযোগে যেসব ওষুধ আনা হয়েছে সেগুলো আগামীকালের মধ্যে ব্যবহার করা শুরু হবে। এ ছাড়া দুই-তিনদিনের মধ্যে বাকি ওষুধও চলে আসবে। আমরা দুই রকমরে ওষুধ দিবো। একটা বাড়ি ভিতরে দেবো, অন্যটা বাড়ির বাইরে দেবো।’

এসময় তিনি নির্দিষ্ট স্থানে পশু কোরবানি করতে শহরবাসীর প্রতি আহ্বান সাঈদ খোকন। তিনি বলেন, কোরবানির প্রথমদিনের বর্জ্য ২৪ ঘণ্টার মধ্যে অপসারণ করা হবে।

Bootstrap Image Preview