Bootstrap Image Preview
ঢাকা, ২৭ শনিবার, এপ্রিল ২০২৪ | ১৩ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

নব্য জেএমবি ‘উলফ প্যাক’র ৫ সদস্য গ্রেফতার

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ০৯ আগস্ট ২০১৯, ০১:৪৭ PM
আপডেট: ০৯ আগস্ট ২০১৯, ০১:৪৭ PM

bdmorning Image Preview


নিষিদ্ধ জঙ্গি সংগঠন নব্য জেএমবির ‘উলফ প্যাক’ এর ৫ সদস্যকে গ্রেফতার করেছে ডিএমপির কাউন্টার টেরোরিজম ইউনিট।

গ্রেফতারকৃতরা হলো- মোহাম্মদ শিবলী শাহাজাদ ওরফে সাদী, শাহ এম আসাদুল্লাহ মর্তুজা কবীর ওরফে আবাবিল, মাসরিক আহমেদ, মো. আশরাফুল আল আমীন ওরফে তারেক ও  এস এম তাসনিম রিফাত। 

এ সময় তাদের নিকট হতে নিকট হতে তুলা দিয়ে পেচানো অবস্থায় ১০ (দশ) টি ডেটোনেটর এবং ৪ টি সুন (sun) ব্যান্ডের গ্যাসের বোতল ও ৫টি মোবাইল ফোন জব্দ করা হয়।

বৃহস্পতিবার রাজধানীর ভাটারা থানার বসুন্ধরা আবাসিক এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়। ব্রিফিংয়ে জানান কাউন্টার টেরোরিজম ইউনিটএর প্রধান মনিরুল ইসলম জানান, আটক জঙ্গিরা পুলিশের ওপর হামলার প্রস্তুতি নিচ্ছিল এবং গ্রেফতার ৫ জনের দুজন নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী। তারা প্রত্যেকেই এনক্রিপটেড এ্যাপ সিক্রেট চ্যাটের মাধ্যমে পারস্পারিক যোগাযোগ করতেন।

মনিরুল ইসলাম আরো বলেন, হলি আর্টিজান হামলার পর পুলিশি অভিযানে জঙ্গী নেটওয়ার্ক ভেঙ্গে দেওয়া হয়েছে। তবে এরা ছোট ছোট গ্রুপের মধ্যমে একত্রিত হওয়ার চেষ্টা করছে বলে জানান তিনি।

আসামীদের বিরুদ্ধে রাজধানীর ভাটারা থানায় সন্ত্রাস দমন আইনে একটি রুজু করা হয়েছে।

Bootstrap Image Preview