Bootstrap Image Preview
ঢাকা, ২৯ শুক্রবার, মার্চ ২০২৪ | ১৫ চৈত্র ১৪৩০ | ঢাকা, ২৫ °সে

হাসপাতালে চিকিৎসাধীন ৮৭৬৫ ডেঙ্গু রোগী

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ০৮ আগস্ট ২০১৯, ০৯:১০ PM
আপডেট: ০৮ আগস্ট ২০১৯, ০৯:১০ PM

bdmorning Image Preview


বর্তমানের দেশের বিভিন্ন সরকারি ও বেসরকারি হাসপাতালে আট হাজার ৭৬৫ ডেঙ্গু রোগী চিকিৎসাধীন রয়েছেন বলে জানিয়েছে স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশনস সেন্টার ও কন্ট্রোল রুম।

আজ বৃহস্পতিবার ওই তথ্য জানানো হয়।

তাদের দেওয়া হিসাব অনুযায়ী, বুধবার সকাল ৮টা থেকে বৃহস্পতিবার সকাল ৮টা পর্যন্ত গত ২৪ ঘণ্টায় দুই হাজার ৩২৬ জন ডেঙ্গু আক্রান্ত রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন।

এরমধ্যে ঢাকায় ভর্তি হওয়ার রোগীর সংখ্যা এক হাজার ১৫৯ জন। আর ঢাকার বাইরে এ সংখ্যা এক হাজার ১৬৭।

মঙ্গলবার সকাল ৮টা থেকে বুধবার সকাল ৮টা পর্যন্ত ২৪ ঘণ্টায় এ সংখ্যা ছিল দুই হাজার ৪২৮।

সরকারি হিসাব অনুযায়ী-চলতি বছরের ১ জানুয়ারি থেকে ৮ আগস্ট পর্যন্ত ডেঙ্গুতে আক্রান্ত রোগীর সংখ্যা ৩৪ হাজার ৬৬৬ জন। এরমধ্যে ২৫ হাজার ৮৭২ জন চিকিৎসা নিয়ে বাড়ি চলে গেছেন।

বর্তমানে ঢাকার ৪০টি সরকারি ও বেসরকারি হাসপাতালে ডেঙ্গু আক্রান্ত ভর্তি রোগীর সংখ্যা পাঁচ হাজার ১৪০ জন। অন্যান্য বিভাগে মোট ভর্তি রোগীর সংখ্যা তিন হাজার ৬২৫ জন।

স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশনস সেন্টার ও কন্ট্রোল রুম এখন পর্যন্ত ডেঙ্গুতে আক্রান্ত হয়ে ২৯ জনের মৃত্যুর খবর জানিয়েছে। তবে বেসরকারি হিসাব অনুযায়ী এ সংখ্যা অর্ধশতাধিক।

Bootstrap Image Preview