Bootstrap Image Preview
ঢাকা, ২০ শনিবার, এপ্রিল ২০২৪ | ৭ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

ডেঙ্গু প্রতিরোধে কাজের পরিসর বাড়ানোর নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী: কাদের

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ০৮ আগস্ট ২০১৯, ০৫:৪৭ PM
আপডেট: ০৮ আগস্ট ২০১৯, ০৫:৪৭ PM

bdmorning Image Preview


লন্ডন থেকে দেশে ফিরেই প্রধানমন্ত্রী শেখ হাসিনা ডেঙ্গু প্রতিরোধে কাজের পরিসর আরো বাড়াতে নির্দেশ দিয়েছেন বলে জানিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক, সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।  

বৃহস্পতিবার (০৮ আগস্ট) দুপুরে ধানমন্ডি ৩২ নম্বরে বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিবের ৮৯তম জন্মদিন উপলক্ষে বাংলাদেশ আওয়ামী লীগের ত্রাণ ও সমাজ কল্যাণ উপ-কমিটির ত্রাণ বিতরণ অনুষ্ঠানে প্রধানমন্ত্রীর এ নির্দেশনার কথা জানান তিনি। 

ওবায়দুল কাদের বলেন, এডিস মশা প্রতিরোধে আমাদের কাজের পরিসর আরও বাড়ানোর নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী। 

ডেঙ্গু মোকাবেলায় বিএনপি ব্যর্থ উল্লেখ করে কাদের বলেন, ডেঙ্গু মোকাবেলায় তারা কোথাও সাফল্য দেখাতে পারেনি। তারা শুধু সরকারের বিরুদ্ধে প্রেস ব্রিফিং করে সমালোচনায করছে। জনগণের জন্য কিছু করেনি। বিএনপি নেতাদের বলবো আগে নিজেদের ব্যর্থতা স্বীকার করুন। তারপর সরকারের ব্যর্থতার সমালোচনা করুন।

বিএনপির প্রতি আহ্বান জানিয়ে তিনি বলেন, সরকারকে সহযোগিতা করুন এখানে কোনো রাজনীতি নেই।

ওবায়দুল কাদের বলেন, গণভবনে নেমেই প্রধানমন্ত্রীর প্রথম কথা হচ্ছে ডেঙ্গু। কে কি করছে, কার কি বক্তব্য। যেকোনো মূল্যে প্রাণঘাতী এডিস মশা মোকাবেলা করতে হবে।  পরিষ্কার পরিচ্ছন্নতা অভিযানের পরিসর বাড়াতে হবে। তিনি যখন লন্ডনে ছিলেন চিকিৎসার জন্য তখন ও প্রতিদিন ফোন করে করে খোঁজ রাখছিলেন। তার নির্দেশনা জানাচ্ছিলেন। সরকার, দুই সিটি করপোরেশন আমরা কি কেউই ডেঙ্গুকে হালকাভাবে নেযইনি, চিকিৎসকদের দিয়ে আমরা একটি মনিটরিং সেল গঠন করেছি। ডেঙ্গু আক্রান্ত মানুষের পাশে আমরা আছি ২৪ ঘণ্টা। এগুলো আমরা প্রধানমন্ত্রীকে জানিয়েছি।

ওবায়দুল কাদের বলেন, দেশে ফিরেই ডেঙ্গু মোকাবেলায় পরিচ্ছন্নতা অভিযান আরো জোরদারের নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি বলেছেন, এখন একটাই কাজ প্রাণগাতী ডেঙ্গু প্রতিরোধ। আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, আওয়ামী লীগ বসে নেই। সিটি করপোরেশনসহ সংশ্লিষ্ট সবাই সমন্বিতভাবে কাজ করছে।
 
সকলকে সতর্ক থাকার আহ্বান জানিয়ে কাদের বলেন, সকলকে সতর্ক থাকতে হবে। নিজ নিজ আঙ্গিনা, স্কুল-কলেজ, শিক্ষা-প্রতিষ্ঠান, ব্যবসা-প্রতিষ্ঠান পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হবে। আজ  যারা ঈদে দেশে ফিরছেন তারা বিশেষ সর্তকতা অবলম্বন করবেন। 

এর আগে বৃহস্পতিবার বেলা ১০টা ৪৫ মিনিটে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি ভিভিআইপি ফ্লাইট প্রধানমন্ত্রী এবং তার সফরসঙ্গীদের নিয়ে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করেন।

Bootstrap Image Preview