Bootstrap Image Preview
ঢাকা, ২৬ শুক্রবার, এপ্রিল ২০২৪ | ১২ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

ডেঙ্গু রোগীরা আগে সুস্থ হোক, হাসপাতালের বিল দেখব আমরা: মাশরাফি

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ০৮ আগস্ট ২০১৯, ০৪:২১ PM
আপডেট: ০৮ আগস্ট ২০১৯, ০৪:২১ PM

bdmorning Image Preview
সংগৃহীত


নড়াইল সদর হাসপাতাল পরিদর্শন করেছেন নড়াইল-২ (নড়াইল-লোহাগড়া) আসনের সংসদ সদস্য মাশরাফি বিন মর্তুজা। বৃহস্পতিবার দুপুর সাড়ে ১২টায় সদর হাসপাতালের সম্মেলন কক্ষে ‘সদর হাসপাতাল ব্যবস্থাপনা কমিটির’ সভায় যোগদানের আগে হাসপাতালের বিভিন্ন ওয়ার্ড ঘুরে দেখেন তিনি।

হাসপাতালের বিভিন্ন ওয়ার্ড ঘুরে ডেঙ্গু আক্রান্ত রোগীদের খোঁজখবর নেন মাশরাফি। পাশাপাশি হাসপাতালে ভর্তি অন্যান্য রোগীদেরও খোঁজখবর নেন তিনি।

ডেঙ্গু আক্রান্ত রোগীদের চিকিৎসার সুব্যবস্থা করার আশ্বাস দিয়ে মাশরাফি বলেন, ওষুধ ও চিকিৎসার বিল নিয়ে চিন্তা করবেন না কেউ। এসব বিষয় পরে ভেবে দেখব আমি। আপনাদের এসব নিয়ে চিন্তা করতে হবে না। আগে আপনারা সুস্থ হোন, তারপর যা হওয়ার হবে। ডেঙ্গু রোগীরা সুস্থ হওয়ার পর হাসপাতালের বিল নিয়ে চিন্তা করব আমরা।

হাসপাতাল ব্যবস্থাপনা কমিটির সভায় যোগ দিয়ে হাসপাতালের চিকিৎসক এবং সংশ্লিষ্টদের উদ্দেশ্যে এমপি মাশরাফি বিন মর্তুজা বলেন, দেশে ভেঙ্গু নিয়ে সংকট চলছে। হাসপাতালের অকেজো যন্ত্রপাতিগুলো দ্রুত ঠিক করেন, মানুষের জীবন বাঁচান। যেকোনো মূল্যে ডেঙ্গু আক্রান্ত রোগীদের বাঁচাতে হবে। ডেঙ্গু প্রতিরোধে সব ধরনের ব্যবস্থা গ্রহণ করব। এর আগে ডেঙ্গু পরীক্ষায় ২০০ কিটস দেয়া হয়েছে।

হাসপাতাল কর্তৃপক্ষকে নির্দেশ দিয়ে মাশরাফি বলেন, দ্রুত সময়ের মধ্যে হাসপাতালের শিশু ওয়ার্ডসহ যেসব ওয়ার্ডে বিকল যন্ত্রপাতি রয়েছে সেগুলো সচল করেন। পাশাপাশি যেসব ওয়ার্ডে যন্ত্রপাতি নেই সেসব যন্ত্রপাতি সরবরাহ করেন।

এছাড়া সভায় হাসপাতালের উন্নয়নের জন্য কি কি করণীয় এবং হাসপাতালের পরিষ্কার-পরিছন্নতাকর্মীসহ জনবল নিয়োগের বিষয়সহ বিভিন্ন বিষয়ে আলোচনা করেন মাশরাফি।

নড়াইলের জেলা প্রশাসক আঞ্জুমান আরার সভাপতিত্ব সভায় উপস্থিত ছিলেন- পুলিশ সুপার মোহম্মদ জসিম উদ্দিন, সিভিল সার্জন ডা. আসাদ উজ জামান মুন্সি, সদর হাসপাতালের তত্ত্বাধায়ক ডা. মো. শাকুর, সদর উপজেলা চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নিজাম উদ্দিন খান নিলু, পৌর মেয়র মো. জাহাঙ্গীর হোসেন বিশ্বাস ও আবাসিক মেডিকেল কর্মকর্তা ডা. মশিউর রহমান বাবু প্রমুখ।

Bootstrap Image Preview