Bootstrap Image Preview
ঢাকা, ২৩ মঙ্গলবার, এপ্রিল ২০২৪ | ১০ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

৩৭তম বিসিএসে নিয়োগ পেলেন আরও ১১৩ জন

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ০৮ আগস্ট ২০১৯, ০৩:৫২ PM
আপডেট: ০৮ আগস্ট ২০১৯, ০৩:৫২ PM

bdmorning Image Preview
প্রতীকী ছবি


৩৭তম বিসিএসের নন ক্যাডার থেকে নিয়োগ দেওয়া হয়েছে আরও ১১৩ জনকে। এ নিয়ে এই বিসিএস থেকে ৬৯২ জনকে প্রথম শ্রেণিতে ও ৯৮ জনকে দ্বিতীয় শ্রেণির পদে নিয়োগ দেওয়া হলো। এ নিয়োগ প্রক্রিয়া চলতে থাকবে বলেও জানায় কমিশন। 

বৃহস্পতিবার (৮ আগস্ট) বাংলাদেশ সরকারি কর্মকমিশন (পিএসসি) এক সভা শেষ এ বিষয়ে সিদ্ধান্ত গ্রহণ করে।

পিএসসি সূত্র জানায়, আজ ১৫ জনকে প্রথম শ্রেণির উপজেলা নির্বাচন কমিশন কর্মকর্তা পদে নিয়োগ করার সিদ্ধান্ত হয়। দ্বিতীয় শ্রেণির সহকারী খাদ্য পরিদর্শক, সহকারী তথ্য কর্মকর্তা, সাইফার, প্রটোকল অফিসারসহ আরও কিছু পদে ৯৮ জনকে নিয়োগ দেওয়া হয়।

৩৭তম বিসিএসে ৩ হাজার ৪৫৪ জনকে নন ক্যাডারে অপেক্ষমাণ রাখা হয়। পদ পাওয়া সাপেক্ষে তাদের নিয়োগ দেওয়া হবে বলেও পিএসসি সূত্র জানিয়েছে।

এই বিসিএসের লিখিত ও মৌখিক পরীক্ষায় ৪ হাজার ৭৬৮ জন উত্তীর্ণ হলেও বিভিন্ন ক্যাডারে নিয়োগের জন্য ১ হাজার ৩১৪ জনকে সুপারিশ করা হয়।

 

 

  

Bootstrap Image Preview