Bootstrap Image Preview
ঢাকা, ২৪ বুধবার, এপ্রিল ২০২৪ | ১১ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

৩৭ লাখ টাকায় বিক্রি হয়ে ১৪০০ কেজির ‘বসের’ রেকর্ড!

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ০৮ আগস্ট ২০১৯, ০৩:১৬ PM
আপডেট: ০৮ আগস্ট ২০১৯, ০৩:১৬ PM

bdmorning Image Preview
সংগৃহীত


‘বস’। কোরবানির পশুর নাম। ওজন এক হাজার ৪০০ কেজির মতো। ষাঁড় গরুটি গায়েগতরে যেমন নাদুস-নুদুস, দেখতেও তেমন সুন্দর। তেল চিটচিটে শরীর। মাথা ও পায়ের অংশ কালো বর্ণের। এ ছাড়া সারা শরীর ছাই রঙের।

গরুটি রেকর্ড দামে বিক্রি হয়েছে। গাবতলী পশুর হাটে বুধবার এটি বিক্রি হয়েছে ৩৭ লাখ টাকায়। মালিকের দাবি- বাংলাদেশের ইতিহাসে এর চেয়ে বেশি দামে আর গরু বিক্রি হয়নি। এটি গরু বিক্রির রেকর্ড!

গরুটি লালনপালন করেছেন মোহাম্মদপুর বেড়িবাঁধ এলাকার সাবিক অ্যাগ্রো খামারের মালিক ইমরান হোসাইন। আর কিনেছেন ইসলাম গার্মেন্টসের মালিক শাকির আহমেদ। তিনি ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের মেয়র আতিকুল ইসলামের ভাতিজা। ‘বস’ কিনতে পেরে খুশি শাকির আহমেদ। তিনি বলেন, ‘আল্লাহর রাস্তায় সর্বোচ্চ উৎসর্গ করার জন্য এ ‘বস’ গরুটি কিনেছি। সবাই দোয়া করবেন।’

গরুর মালিক সাবিক অ্যাগ্রো খামারের স্বত্বাধিকারী ইমরান হোসাইন বলেন, ‘আমার খামারে মোট এক হাজার ৪০০ গরু ছিল। তার মধ্যে ‘বস’ ছিল সবচেয়ে বড় জাতের গরু। এতে মাংস হবে এক হাজার ৪০০ কেজি।

খামারি ইমরান জানান, তার খামারে আরও বড় ধরনের গরু বিক্রি হয়েছে। তবে বসই সবচেয়ে বেশি দামে বিক্রি হয়েছে। এর আগে মেসি বিক্রি হয়েছে ২৭ লাখ টাকায়, টাইটানিক ১৭ লাখ ৫০ হাজার টাকায়।

এ খামারে বিক্রির অপেক্ষায় আছে ‘টাইগার’। এর দাম হাঁকা হচ্ছে ২৫ লাখ টাকা। ‘রোজো’র মূল্য হাঁকা হচ্ছে ৩০ লাখ টাকা।

Bootstrap Image Preview