Bootstrap Image Preview
ঢাকা, ১৯ শুক্রবার, এপ্রিল ২০২৪ | ৬ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

মুম্বাইয়ে প্রকাশ্যে কোরবানির গরু জবাই নিষিদ্ধ করল ভারতের আদালত

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ০৮ আগস্ট ২০১৯, ০২:২৬ PM
আপডেট: ০৮ আগস্ট ২০১৯, ০২:২৬ PM

bdmorning Image Preview


মুম্বাইয়ে রাস্তায়, ফ্ল্যাটে, হাউজিং সোসাইটিতে প্রকাশ্যে গরু জবাই নিষিদ্ধ করল ভারতের রাজ্যটির হাইকোর্ট। প্রাণী অধিকার সংরক্ষণ গোষ্ঠীর এক পিটিশনের শুনানিতে এই নিষেধাজ্ঞা জারি করে আদালত।

এনডিটিভি জানায়, পশু জবাইয়ের বিরুদ্ধে চ্যালেঞ্জ প্রকাশের পরে উচ্চ আদালত এই আদেশটি জারি করে করে। এই আদেশের ফলে আসন্ন কোরবানি ঈদে হাউজিং সোসাইটিগুলোতে পশু জবাই নিষিদ্ধ হচ্ছে।

বিচারপতি সত্যরঞ্জন ধর্মাধিকারী ও বিচারপতি গৌতম প্যাটেলের উচ্চ আদালতের একটি ডিভিশন বেঞ্চ এ নিষেধাজ্ঞা জারি করে। বিচারকদের বেঞ্চ জানায়, ফ্ল্যাটে বা ঘরের অভ্যন্তরে পশু জবাই আমাদের দৃষ্টিতে জননিরাপত্তা, স্বাস্থ্যবিধি এবং স্যানিটেশন নিয়ে কার্যকরী নীতি গ্রহণে বাধাগ্রস্ত করে।

তাদের মতে, মুম্বাইয়ের মতো ঘন বসতিপূর্ণ শহরের ছোট ছোট আবাসিক অ্যাপার্টমেন্টগুলোতে কোরবানির পশু জবাইয়ের জন্য নিরাপদ পদ্ধতি গ্রহণ ও কার্যকর ব্যবস্থা করা সম্ভব নয়।

কোরবানির পশু জবাইয়ের জন্য ৫৮টি স্থান নির্দিষ্ট করে দেওয়া হয়েছে। সেখানে ছাড়া অন্য কোনো জায়গায় পশু জবাই করা যাবে না। আদালতের এই আদেশে আরও বলা হয়, মসজিদ বা ধর্মীয় প্রতিষ্ঠানের আশপাশে পশু জবাইয়ের জন্য নগর কর্তৃপক্ষের অনুমতি নিতে হবে।

পিটিশনের আইনজীবী রাজু গুপ্ত বলেন, যদি কেউ ঘরের অভ্যন্তরে, ঘরের বাইরে বা কোনো আবদ্ধ জায়গায় পশু জবাই করে তাদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হবে।

Bootstrap Image Preview