Bootstrap Image Preview
ঢাকা, ২৪ বুধবার, এপ্রিল ২০২৪ | ১১ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

ডেঙ্গু প্রতিরোধে ঈদের ছুটিতে বাড়ি যাওয়ার আগে করণীয়

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ০৭ আগস্ট ২০১৯, ১০:২৮ PM
আপডেট: ০৭ আগস্ট ২০১৯, ১০:২৮ PM

bdmorning Image Preview
প্রতীকী ছবি


ঈদের ছুটিতে রাজধানী ঢাকাসহ বিভিন্ন স্থান থেকে গ্রামের বাড়ি যান সাধারণ মানুষ। এ সময় বাসা-বাড়িতে দীর্ঘ সময়ের অনুপস্থিতিতে এডিস মশার বংশবিস্তার রোধে বেশকিছু নির্দেশনা দিয়েছে সরকার। 

বুধবার (৭ আগস্ট) মহাখালীর স্বাস্থ্য অধিদপ্তরে ক্রমবর্ধমান ডেঙ্গু জ্বরের প্রকোপ মোকাবিলার লক্ষ্যে নিয়মিত আলোচনা ওই নির্দেশনাগুলো ঠিক করা হয়। 

বাড়ি যাওয়ার আগে যা করতে হবে:

১. বাড়ি, অফিসসহ সব প্রতিষ্ঠান বিশেষ করে শিক্ষা প্রতিষ্ঠানসমূহের টয়লেটের হাই ও লো কমোড ঢেকে রেখে যেতে হবে।

২. রেফ্রিজারেটরের ট্রের পানি ফেলে শুকিয়ে রেখে যেতে হবে।

৩. এয়ার কন্ডিশনারের পাইপের পানিসহ যেকোনো পানি পরিষ্কার করে রেখে যেতে হবে।

৪. বালতি, বদনা, হাড়ি-পাতিল, ড্রাম, গামলা, ঘটি-বাটি ইত্যাদির পানি ফেলে পরিষ্কার করে উল্টিয়ে রেখে যেতে হবে।

৫. বারান্দা ও বাসার ছাদের ওপর রাখা ফুলের টবের ট্রের পানি ফেলে পরিষ্কার করে উল্টিয়ে রেখে যেতে হবে।

৬. পানির ট্যাংকের ঢাকনা বন্ধ করে রেখে যেতে হবে।

সভায় স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক ডা. আবুল কালাম আজাদ, স্বাস্থ্য অধিদপ্তরের রোগ নিয়ন্ত্রণ শাখার পরিচালক অধ্যাপক ডা. সানিয়া তহমিনা, এমআইস বিভাগের পরিচালক ডা. সমীর কান্তি সরকার, লাইন ডিরেক্টর ডা. সত্যকাম চক্রবর্তী, হাসপাতাল সার্ভিস ম্যানেজমেন্টের ডা. এম এম আকতারুজ্জামান, জাতীয় ম্যালেরিয়া নির্মূল ও এডিস বাহিত রোগ নিয়ন্ত্রণ কর্মসূচি এবং স্বাস্থ্য অধিদপ্তরের সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

Bootstrap Image Preview