Bootstrap Image Preview
ঢাকা, ২০ শনিবার, এপ্রিল ২০২৪ | ৬ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

বেনাপোলে মোটরসাইকেলের সাইলেন্সারে কোটি টাকার স্বর্ণ

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ০৭ আগস্ট ২০১৯, ০৮:৪৮ PM
আপডেট: ০৭ আগস্ট ২০১৯, ০৮:৪৮ PM

bdmorning Image Preview


যশোরের বেনাপোল সীমান্ত পথে ভারতে পাচারের সময় ১ কোটি ২৩ লাখ টাকা মূল্যের দুই কেজি ৮০০ গ্রাম ওজনের ৩২টি স্বর্ণবার জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) সদস্যরা। মোটরসাইকেলের সাইলেন্সারের ভেতর থেকে ওই স্বর্ণ উদ্ধার করা হলেও কোনো পাচারকারীকে আটক করা যায়নি। 

আজ বুধবার দুপুর ১২টার দিকে বেনাপোল সীমান্তের দুর্গাপুর মোড় থেকে ৪৯ ব্যাটালিয়নের বিজিবি সদস্যরা পাচারকারীকে ধাওয়া করে ওই স্বর্ণের বারের চালানটি জব্দ করে। বিকেল ৩টার দিকে এ তথ্য জানায় বিজিবি।

৪৯ বিজিবি ব্যাটালিয়ন বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল সেলিম রেজা জানান, তাদের কাছে গোপন খবর ছিল, বেনাপোল সীমান্ত পথে স্বর্ণের একটি চালান পাঁচার হবে। পরে বিজিবি নিরাপত্তা ব্যবস্থা জোরদার করে। একপর্যায়ে সন্দেহভাজন ব্যক্তি একটি মোটরসাইকেল চালিয়ে সীমান্তের দিকে যাওয়ার চেষ্টা করলে তাকে ধাওয়া করা হয়। এ সময় পাচারকারী তার মোটরসাইকেল ফেলে পালিয়ে যায়। পরে মোটরসাইকেলের সাইলেন্সারের মধ্যে বিভিন্ন কৌশলে লুকানো ৩২টি স্বর্ণের বার উদ্ধার করা হয়। 

উল্লেখ্য, গত মার্চ থেকে এ পর্যন্ত যশোরের সীমান্ত এলাকায় স্বর্ণ পাচার বিরোধী বিভিন্ন অভিযান পরিচালনা করে বিজিবি সদস্যরা। অভিযানে মোট ১১ কেজি ৩৬৩ গ্রাম স্বর্ণসহ ছয়জন স্বর্ণ পাচারকারীকে আটক করে। বর্তমানে হুন্ডি, মাদক, চেরাচালান ও স্বর্ণ আটকের নিমিত্তে নিজস্ব গোয়েন্দা তৎপরতা এবং বিশেষ অভিযান অব্যাহত রয়েছে।

Bootstrap Image Preview