Bootstrap Image Preview
ঢাকা, ২০ শনিবার, এপ্রিল ২০২৪ | ৬ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

গঙ্গায় স্নান করলেই কাশ্মীরের শহিদদের রক্ত ধুয়ে যাবে না, তারকাদের প্রতিবাদ

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ০৭ আগস্ট ২০১৯, ০৬:৫২ PM
আপডেট: ০৭ আগস্ট ২০১৯, ০৬:৫২ PM

bdmorning Image Preview
সংগৃহীত


ভারতের হিন্দুত্ববাদী বিজেপি সরকার কর্তৃক জম্মু-কাশ্মীরের সাংবিধানিক মর্যাদা বাতিল এবং রাজ্য দুটিকে কেন্দ্রশাসিত অঞ্চলে ভাগ করার যে সিদ্ধান্ত নেয়া হয়েছে, বিষয়টি শুরু থেকেই প্রত্যাখ্যান করেছে প্রতিবেশী দেশ পাকিস্তান।

পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান থেকে শুরু করে দেশটির সব দলই ভারতের এমন সিদ্ধান্তের নিন্দা জানিয়েছে।

কাশ্মীর ইস্যু নিয়ে পাকিস্তানের শোবিজ অঙ্গণের তারকারাও মুখ খুলেছেন। কাশ্মীরি জনগণের সাংবিধানিক মর্যাদা কেড়ে নেয়ায় প্রতিবাদ জানিয়েছেন তারা। খবর ডনের।

পাকিস্তানি অভিনেতা শান শাহিদ টুইটারে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির গঙ্গাস্নানের একটি ছবি পোস্ট করে লেখেন, ‘গঙ্গায় স্নান করলেই কাশ্মীরে নিহত শহিদদের রক্ত ধুয়ে যাবে না’।

আরেক পাকিস্তানি পরিচালক এবং অভিনেতা হামজা আলি আব্বাসিও নিজের টুইটার অ্যাকাউন্টে লেখেন, পাকিস্তানের প্রতিটি মানুষ আজ বিক্ষুব্ধ। মোদি সরকারের এই সিদ্ধান্ত কাশ্মীরের সব রাজনৈতিক দলকে ভারতের বিরুদ্ধে এক করেছে। পাকিস্তানের প্রতিটি মানুষ আজ বিক্ষুব্ধ। ভারত তার মানবিক মূল্যবোধ হারিয়ে ফেলেছে।

হামজা আলি আব্বাসি ভারতের এমন একতরফা সিদ্ধান্তের প্রতিবাদ জানাতে অন্যান্য অভিনেতা ও পরিচালকদের আহ্বান জানিয়েছেন।

Bootstrap Image Preview