Bootstrap Image Preview
ঢাকা, ২০ শনিবার, এপ্রিল ২০২৪ | ৭ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

ভারতে বহুতল ভবনে অগ্নিকাণ্ডে নিহত ৬, আহত ১১

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ০৬ আগস্ট ২০১৯, ১১:১০ AM
আপডেট: ০৬ আগস্ট ২০১৯, ১১:১০ AM

bdmorning Image Preview


ভারতের রাজধানী দিল্লিতে একটি বহুতল ভবনে অগ্নিকাণ্ডের ঘটনায় ছয়জন নিহত এবং আরও ১১ জন আহত হয়েছে। নিহতদের মধ্যে দুজন শিশুও রয়েছে বলে জানা গেছে।

কর্মকর্তারা জানিয়েছেন, গতকাল গভীর রাতে দক্ষিণপূর্ব দিল্লির একটি আবাসিক ভবনে ওই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে।

বলা হায়েছে, দিল্লির জাকির নগরের একটি চারতলা ভবনে সোমবার দিনগত রাত ২টায় ওই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। জনাকীর্ণ এই এলাকাটি জামিয়া মিল্লিয়া ইসলামিয়া বিশ্ববিদ্যালয়ের পাশে অবস্থিত।

একটি ইলেকট্রিক বক্স থেকে যখন ওই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে, তখন ভবনটির অধিকাংশ বাসিন্দাই ঘুমিয়ে ছিলেন।এদিকে আগুন লাগার পর নিজেদের বাঁচাতে ভবন থেকে লাফিয়ে পড়ে বেশ কয়েকজন আহত হয়েছেন।

আহতদের নিকটবর্তী একটি হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে।অন্যদিকে ওই ভবনটিতে অগ্নিকাণ্ডের ঘটনায় সেখানে পার্ক করে রাখা সাতটি গাড়ি ও আটটি মোটরসাইকেল পুড়ে গেছে। পরে দমকল বাহিনীর আটটি গাড়ি ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে।

Bootstrap Image Preview