Bootstrap Image Preview
ঢাকা, ২৩ মঙ্গলবার, এপ্রিল ২০২৪ | ১০ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

নতুন তেল ট্যাংকার জব্দের ভিডিও প্রকাশ করল ইরান

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ০৫ আগস্ট ২০১৯, ১০:৩৬ AM
আপডেট: ০৫ আগস্ট ২০১৯, ১০:৩৬ AM

bdmorning Image Preview


পারস্য উপসাগরের ফারসি দ্বীপের কাছে নতুন একটি তেল ট্যাংকার জব্দ করেছে ইরানি বিপ্লবী গার্ডস বাহিনী (আইআরজিসি)।

দেশটির সরকারি গণমাধ্যম প্রেসটিভি একটি ভিডিও ফুটেজ প্রকাশ করেছে, যাতে দেখা যায়- অবৈধভাবে তেল পাচারের সময়ে একটি বিদেশি ট্যাংকারকে থামিয়ে সেটিকে নিজেদের আয়ত্তে নিয়ে ইরানি বাহিনী।

কয়েকটি আরব রাষ্ট্রে জ্বালানি তেল পাচারে নিয়োজিত বলে অভিযোগ করে রোববার এই বিদেশি ট্যাংকারটি জব্দ করেছে তারা।

ট্যাংকারের সাত নাবিককে আটক করা হয়েছে। বিপ্লবী গার্ডসের কমান্ডার রামেজান জিরাহি বলেন, আইআরজিসির নৌবাহিনী পারস্য উপসাগর থেকে একটি বিদেশি তেল ট্যাংকার জব্দ করেছে। এটি কয়েকটি আরব দেশে জ্বালানি পাচার করছিল।

তিনি বলেন, ট্যাংকারটি সাত লাখ লিটার জ্বালানি বহন করছিল। এতে সাত জন নাবিক আছেন, তারা বিভিন্ন দেশের নাগরিক, তাদের আটক করা হয়েছে।

গত মাসে পারস্য উপসাগরের হরমুজ প্রণালী থেকে সামুদ্রিক আইন লঙ্ঘনের অভিযোগে একটি ব্রিটিশ ট্যাংকর জব্দ করে ইরান।

ভূমধ্যসাগরের জাবাল আল-তারিক প্রণালীতে ব্রিটিশ নৌবাহিনী একটি ইরানি তেল ট্যাংকার আটক করার এক সপ্তাহ পর ব্রিটিশ ট্যাংকারটি জব্দ করে ইরান। এ নিয়ে পশ্চিমা শক্তিগুলোর সঙ্গে ইরানের উত্তেজনা আরও তীব্র হয়ে ওঠে।

Bootstrap Image Preview