Bootstrap Image Preview
ঢাকা, ২৬ শুক্রবার, এপ্রিল ২০২৪ | ১২ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

ছাত্রীকে ধর্ষণ, শিক্ষকের যাবজ্জীবন

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ০৪ আগস্ট ২০১৯, ১০:২১ PM
আপডেট: ০৪ আগস্ট ২০১৯, ১০:২১ PM

bdmorning Image Preview
সংগৃহীত ছবি


বাগেরহাটে অষ্টম শ্রেণির এক ছাত্রীকে ধর্ষণ মামলায় তাপস রানা (৩৬) নামে শিক্ষককে যাবজ্জীবন কারাদণ্ডাদেশ দিয়েছেন আদালত। একইসঙ্গে তাকে এক লাখ টাকা জরিমানা অনাদায়ে আরও এক বছরের কারাদণ্ডের নির্দেশ দেন আদালত। 

রবিবার (৪ আগস্ট) বিকালে বাগেরহাট নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-১ এর বিচারক এস এম সাইফুল ইসলাম এ রায় দেন। এ সময় দণ্ডপ্রাপ্ত আসামি আদালতে উপস্থিত ছিলেন।

দণ্ডপ্রাপ্ত তাপস রানা চিতলমারী উপজেলার পাড়ডুমুরিয়া এলাকার সুশীল রানার ছেলে এবং ডুমুরিয়া মাধ্যমিক বিদ্যালয়ের গণিতের শিক্ষক।

মামলার নথি থেকে জানা যায়, ২০১৪ সালের ২১ ফেব্রুয়ারি শিক্ষক তাপস রানা ওই ছাত্রীর বাড়িতে প্রাইভেট পড়াতে আসেন। ছাত্রীর বাবা-মা বাড়িতে না থাকার সুযোগে শিক্ষার্থীকে ধর্ষণ করেন তাপস রানা। পরে মেয়েটির শারীরিক পরিবর্তন হলে ১৫ মে আল্ট্রাসোনোগ্রামে দেখা যায় সে গর্ভবতী।

পরে ওই বছরের ২০ মে তাপস রানা মেয়েটিকে বিয়ে করে বাড়িতে নিয়ে যায়। কিন্তু কিছুদিন পর অত্যাচার করে জোরপূর্বক গর্ভের সন্তান নষ্ট করে মেয়েটিকে তাড়িয়ে দেয় তারা।

এ ঘটনায় ১৫ জুন ভুক্তভোগী মেয়ের বাবা বাদী হয়ে চারজনকে আসামি করে বাগেরহাট নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালে একটি মামলা দায়ের করেন। ছয়জন সাক্ষীর সাক্ষ্য গ্রহণ ও যুক্তিতর্ক শেষে মামলার প্রধান আসামি তাপস রানাকে যাবজ্জীবন কারাদণ্ড এবং অন্য তিন আসামিকে খালাস দেন আদালত।

খালাস প্রাপ্তরা হলেন, সেখর রানা, দুলাল রানা ও আনন্দ রানা।

এ মামলায় রাষ্ট্রপক্ষের আইনজীবী ছিলেন বিশেষ পাবলিক প্রসিকিউটর ছিদ্দিকুর রহমান খান। আসামি পক্ষের আইনজীবী ছিলেন শেখ মো. শরীফুল ইসলাম ঠান্ডু।

Bootstrap Image Preview