Bootstrap Image Preview
ঢাকা, ২৮ বৃহস্পতিবার, মার্চ ২০২৪ | ১৪ চৈত্র ১৪৩০ | ঢাকা, ২৫ °সে

যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট কেনেডির নাতনির রহস্যজনক মৃত্যু

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ০৪ আগস্ট ২০১৯, ০৯:৪৬ PM
আপডেট: ০৪ আগস্ট ২০১৯, ০৯:৪৬ PM

bdmorning Image Preview
সংগৃহীত


আততায়ীর গুলিতে নিহত যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট জন এফ কেনেডির নাতনি সার্সি কেনেডি হিলের রহস্যজনক মৃত্যু হয়েছে। ২২ বছর বয়সী সার্সিকে গত শুক্রবার অচেতন অবস্থায় তাকে হাসপাতালে নেয়ার পর চিকিৎসকরা মৃত ঘোষণা করেন।

সার্সির মৃত্যুর বিষয়ে পরিবারের পক্ষ থেকে বিস্তারিত কিছু জানা যায়নি। তবে নিউ ইয়র্ক টাইমস জানিয়েছে, সার্সি মাত্রারিক্তি ড্রাগস সেবন করেছিলেন।

সার্সির বাবার নাম পল মাইকেল হিল, আর মা কোর্টনি কেনেডি হিল। কোর্টনির বাবা আততায়ীর হাতে প্রাণ হারানো মার্কিন প্রেসিডেন্ট জন এফ কেনেডির ভাই রবার্ট ফ্রান্সিস কেনেডি। সেই হিসেবে সার্সি সম্পর্কে প্রেসিডেন্ট কেনেডির নাতনি।

বোস্টন কলেজে যোগাযোগের ওপর গ্র্যাজুয়েশন করছিলেন সার্সি। তিনি স্টুডেন্ট ডেমোক্রেটস-এর ভাইস প্রেসিডেন্ট ছিলেন, যুক্ত ছিলেন বন্দুক-সন্ত্রাসের বিরুদ্ধে একটি নাগরিক আন্দোলনের সঙ্গে।

নিউ ইয়র্ক টাইমস জানায়, এর আগে সার্সি হতাশায় ভোগার কথা নিজেই জানিয়েন। ২০১৬ সালে কলেজ থেকে প্রকাশিত সংবাদপত্রের একটি আর্টিকেলে লিখেছেন, স্কুল শুরুর মধ্যবর্তী সময় থেকে আমার মধ্যে হতাশা বাসা বেঁধেছে এবং সারাজীবনই তা আমার সঙ্গে থেকে যাবে। এই অবস্থাকে তিনি বর্ণনা করেছেন এভাবে ‘দুঃখের ভারী বোঝা আমার বুকের ওপর যেন পাথর চাপা দিয়ে রয়েছে।’

অস্বাভাবিক মৃত্যু যেনো কেনেডি পরিবারের অংশ। সার্সির নানা রবার্ট এফ কেনেডি আততায়ীর হাতে প্রাণ হারান। একই পরিণতি বরণ করেন রবার্টের ভাই সাবেক প্রেসিডেন্ট জন এফ কেনেডি। সর্বশেষ অস্বাভাবিক মৃত্যু হলো সার্সির।

Bootstrap Image Preview