Bootstrap Image Preview
ঢাকা, ২৫ বৃহস্পতিবার, এপ্রিল ২০২৪ | ১২ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

করটিয়ায় বেশি দামে সিগারেট বিক্রি, বিক্রেতা আটক

টাঙ্গাইল প্রতিনিধি
প্রকাশিত: ০৪ আগস্ট ২০১৯, ০৬:১৭ PM
আপডেট: ০৪ আগস্ট ২০১৯, ০৬:১৭ PM

bdmorning Image Preview
সংগৃহীত ছবি


টাঙ্গাইল সদর উপজেলার করটিয়ায় বৃটিশ অ্যামেরিকান টোব্যাকো কোম্পানীর কয়েকটি শ্রেণির সিগারেট বেশি দামে বিক্রির অপরাধে এক বিক্রেতাকে আটক করেছে টাঙ্গাইল মডেল থানা পুলিশ। 

বুধবার (৩১ জুলাই) সিগারেট ভোক্তাদের অভিযোগ এবং বেশি দামে সিগারেট বিক্রির সত্যতা নিশ্চিত হয়ে ওই বিক্রেতাকে আটক করে পুলিশ।

এ অপরাধে আটক শিবলু মিয়া করটিয়া মসজিদ রোডের "কে তুমি বন্ধু আমার" স্টোরের স্বত্তাধিকারী। তবে করটিয়া সা’দত বাজার ব্যবসায়ি কল্যাণ সমিতির সাধারণ সম্পাদক আলহাজ্ব সায়মন তালুকদার রাজীবসহ ব্যবসায়ি নেতৃবৃন্দের অনুরোধ এবং আটক বিক্রেতা শিবলুর পরবর্তীতে বেশি দামে আর সিগারেট বিক্রি না করার লিখিত মুচলেকা নিয়ে আটক বিক্রেতাকে ছেড়ে দেয় পুলিশ।

বিষয়টির সত্যতা নিশ্চিত করে এ অভিযানের দায়িত্ব পালনকারী টাঙ্গাইল মডেল থানার সহকারি উপ-পরিদর্শক (এ.এস.আই) লাকি আক্তার জানান, বেশ কিছুদিন যাবৎ স্থানীয় সিগারেট ক্রেতারা অভিযোগ করে আসছেন সরকার কর্তৃক নির্ধারিত ৪ টাকা মূল্যের পাইলট, ডার্বি ও হলিউড সিগারেট রীতিমত ৫ টাকা দরে বিক্রি করে আসছেন টাঙ্গাইল মডেল থানার আওতাধীন করটিয়া মসজিদ রোডের কে তুমি বন্ধু আমার স্টোরের স্বত্তাধিকারী শিবলু মিয়া। 

এ অভিযোগ ও সত্যতা যাচাইয়ে ওই বিক্রেতার দোকান থেকে একাধিক ক্রেতার মাধ্যমে ৪ টাকা মূল্যের কয়েকটি পাইলট, ডার্বি ও হলিউড সিগারেট ৫ টাকা দরে কিনে বেশি দামে সিগারেট বিক্রির বিষয়টি নিশ্চিত হন তারা। বেশি দামে সিগারেট বিক্রির সত্যতা পাওয়ার পর ওই বিক্রেতাকে আটক করা হয়।

তবে এ সময় করটিয়া সা’দত বাজার ব্যবসায়ি কল্যাণ সমিতির সাধারণ সম্পাদক আলহাজ্ব সায়মন তালুকদার রাজীবসহ ব্যবসায়ি নেতৃবৃন্দের অনুরোধ এবং আটক বিক্রেতা শিবলুর পরবর্তীতে বেশি দামে আর সিগারেট বিক্রি করবেনা এ মর্মে দেয়া লিখিত মুচলেকা নিয়ে ওই আটক বিক্রেতাকে ছেড়ে দেয়া হয়।

Bootstrap Image Preview