Bootstrap Image Preview
ঢাকা, ২৮ বৃহস্পতিবার, মার্চ ২০২৪ | ১৪ চৈত্র ১৪৩০ | ঢাকা, ২৫ °সে

একদিনে ১১শ’ কোটি টন বরফ গলে রেকর্ড!

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ০২ আগস্ট ২০১৯, ০৯:১১ PM
আপডেট: ০২ আগস্ট ২০১৯, ০৯:১১ PM

bdmorning Image Preview
সংগৃহীত


মাস জুড়ে রেকর্ড তাপমাত্রা বৃদ্ধির পর বিজ্ঞানীরা জানালেন, শুধু একদিনে ১১শ’ কোটি টন বরফ গলেছে গ্রিনল্যান্ডে। সিএনএন এক প্রতিবেদনে জানায়, সাগরে মেশা এই পরিমাণ পানি দিয়ে ভর্তি করা যাবে ৪৪ লাখ অলিম্পিক সুইমিং পুল।

গ্রিনল্যান্ডের বরফগলা শুরু হয় সাধারণ মে’র শেষ দিকে। এই বছর তা আগেই শুরু হয়েছে। গত চার মাস ধরে ওই অঞ্চলে রেকর্ড পরিমাণ তাপমাত্রা বেড়েছে। যার প্রভাব পড়েছে বরফের ওপরে।

শুধু জুলাইয়ে গ্রিনল্যান্ড হারিয়েছে ১৯ হাজার ৭০০ কোটি টন বরফ। যা ৮ কোটি অলিম্পিক সুইমিং পুলের সমান। সাধারণত বছরের এই সময়ে ৬ হাজার থেকে ৭ হাজার কোটি টন বরফ গলে।

চলতি বছর ইউরোপ তীব্র দাবদাহে ভুগছে। তার ছোঁয়া লেগেছে আর্কটিক অঞ্চলেও। ১৯৫০ সালের পর চলতি বছরেই গ্রিনল্যান্ডে সবচেয়ে বেশি বরফগলার ঘটনা ঘটেছে।

বৃহস্পতিবার সমুদ্র পৃষ্ট থেকে ৩ হাজার মিটার উঁচুতে তাপমাত্রা ছিল ২.৭ ডিগ্রি সেলসিয়াস। ধারণা করা হচ্ছে, এটিও রেকর্ড তাপমাত্রা। একই দিন আবহাওয়াবিদরা জানিয়েছেন এবারের জুলাই মাসটি ইতিহাসে রেকর্ডকৃত অন্য যে কোনো মাসের চেয়ে বেশি গরম ছিল।

বিজ্ঞানীরা আরও জানালেন, বৈশ্বিক গড় তাপমাত্রার চেয়ে আর্কটিক অঞ্চলের তাপমাত্রা দ্রুত বড়ছে। 

Bootstrap Image Preview