Bootstrap Image Preview
ঢাকা, ২৯ শুক্রবার, মার্চ ২০২৪ | ১৪ চৈত্র ১৪৩০ | ঢাকা, ২৫ °সে

প্রধানমন্ত্রী-স্বাস্থ্যমন্ত্রীর ফোনালাপ

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ০২ আগস্ট ২০১৯, ০৫:০২ PM
আপডেট: ০২ আগস্ট ২০১৯, ০৫:০২ PM

bdmorning Image Preview
সংগৃহীত ছবি


স্বাস্থ্যমন্ত্রীর সঙ্গে আজ দুপুরে প্রধানমন্ত্রীর প্রায় ২৫ মিনিট কথা হয়েছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা স্বাস্থ্যমন্ত্রীকে সমালোচনা উপেক্ষা করে কাজ করে যাওয়ার নির্দেশ দিয়েছেন। তিনি বলেছেন যে, ‘বিদেশ যাওয়া নিয়ে অযথাই বিতর্ক তৈরি করা হচ্ছে। তুমি বিদেশ গিয়েছিলে আমার অনুমতি নিয়ে। 

সংশ্লিষ্ট সূত্রমতে জাহিদ মালেককে তিনি ডেঙ্গু মোকাবিলায় কি কি ধরনের কাজ করতে হবে সে বিষয়ে সুস্পষ্ট নির্দেশনা দিয়েছেন। সমন্বিতভাবে কাজ করার নির্দেশনা দিয়েছেন। 

প্রধানমন্ত্রী যে নির্দেশনাগুলো দিয়েছেন সেগুলো তুলে ধরা হলো- 

১. অনতিবিলম্বে যে সমস্ত হাসপাতালে ডেঙ্গু রোগী আছে, সে সমস্ত হাসপাতালে ডেঙ্গু রোগীদের যেন সুচিকিৎসা হয় তা নিশ্চিত করা।

২. বেসরকারী হাসপাতালে যেন ডেঙ্গু রোগীদের চিকিৎসার ক্ষেত্রে হয়রানি না করা হয় তার নিশ্চিত করা।

৩. স্বাস্থ্যমন্ত্রণালয়ের নেতৃত্বে অন্যান্য মন্ত্রণালয়ে ডেঙ্গু চিকিৎসার জন্য সমন্বয় সাধন করা।

৪. জনগণকে ডেঙ্গু ব্যাপারে সচেতন করা।

৫. ডেঙ্গু যাতে আরও ভয়াবহ আকার ধারণ না করে সেক্ষেত্রে করণীয় কি সে ব্যাপারে আগাম সতর্কবার্তা জারি করা।

প্রধানমন্ত্রী বলেছেন যে, স্বাস্থ্য মন্ত্রণালয় সঠিকভাবেই ডেঙ্গু মোকাবিলা করছে। এ ব্যাপারে প্রচার প্রচারণা বাড়ানোর জন্য তিনি স্বাস্থ্যমন্ত্রীকে নির্দেশ দিয়েছেন।

Bootstrap Image Preview