Bootstrap Image Preview
ঢাকা, ১৭ বুধবার, এপ্রিল ২০২৪ | ৩ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

আস্ত সি লায়নকে গিলে খেল তিমি, বিরলতম মুহূর্তের ছবি প্রকাশ

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ০১ আগস্ট ২০১৯, ১১:৫১ AM
আপডেট: ০১ আগস্ট ২০১৯, ১১:৫১ AM

bdmorning Image Preview
সংগৃহীত ছবি


ক্যালিফোর্নিয়ার বন্যপ্রাণীদের আলোকচিত্র সংগ্রাহক চেজ ডেকার। তিমি পর্যবেক্ষণ কোম্পানি স্যাঙ্কচুয়ারি ক্রুইজেসের হয়ে কাজ করেন তিনি। সম্প্রতি ক্যালিফোর্নিয়ার মন্টেরি বে'তে বিরল মুহূর্ত ক্যামেরাবন্দী করেন। সেই ছবি প্রকাশ করেছেন ইনস্টাগ্রামে। যাতে দেখা গেছে বৃহদাকারের একটি তিমি সি লায়নকে গিলে খাচ্ছে।

ন্যাশনাল জিওগ্রাফিককে দেয়া সাক্ষাৎকারে ২৭ বছর বয়সী চেজ ডেকার বলেন, যখনই আমি এই ছবিটি দেখি আমার মনে হয় আমার তোলা বিরলতম ছবিগুলোর একটি এটি। এ ছবিটি শুধু সবচেয়ে সুন্দর, কিংবা শৈল্পিক নয়, এটা এমন একটা মুহূর্ত যেটা হয়তো কখনই আমার জীবনে আসবে না।

গত ২২ জুলাই নৌকা করে সমুদ্র ভ্রমণে বেরিয়ে একদল তিমিকে দেখতে পান চেজ ডেকার। দেখেই মনে হচ্ছিল ওই তিমিগুলো প্রচণ্ড ক্ষুধার্ত। ওই বিশালাকায় সামুদ্রিক প্রাণীগুলি চিৎকার করছিল তখন হাড় হিম হয়ে আসছিল। এই সময়েই দুর্ভাগ্যবশত একটি সি লায়ন ওই সমদ্র পথ ধরে যাচ্ছিল। তখনই এটি একটি বিশাল তিমির গ্রাসে গিয়ে পড়ে।

Bootstrap Image Preview