Bootstrap Image Preview
ঢাকা, ২৫ বৃহস্পতিবার, এপ্রিল ২০২৪ | ১২ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

শাবনূরের ভুয়া মৃত্যুর গুজব!

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ৩১ জুলাই ২০১৯, ০২:১৪ PM
আপডেট: ৩১ জুলাই ২০১৯, ০২:১৪ PM

bdmorning Image Preview


বর্তমানে গুজব ছড়ানো মানুষের অভ্যাসে পরিণত হয়েছে। সুযোগ পেলেই ছড়িয়ে দিচ্ছে মিথ্যা সব গুজব। বিশেষ করে মৃত্যুর মতো বিষয় নিয়ে গুজব ছড়ানোতে অনেকেই হতবাক।

সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যম থেকে শুরু করে সিনেমাপাড়ায় ছড়িয়ে পড়ে শাবনূরের মৃত্যুর গুজব। বিষয়টি এমন অবস্থায় দাঁড়ায় মানুষকে সত্য তথ্য জানিয়েও আর কাজ হচ্ছিল না। আর এ ঘটনায় স্বাভাবিকভাবেই ক্ষিপ্ত হয় শাবনূরের পরিবার। এমন গুজব ছড়িয়ে পড়ায় বিস্ময় প্রকাশ করেছেন শাবনূরের ছোট বোন ঝুমুর।

হতবাক কণ্ঠে ঝুমুর বলেন, ‘কয়েকদিন পর পর বিভিন্ন শিল্পীদের মৃত্যুর গুজব ছড়ানো হয়। কে বা কারা কোন উদ্দেশ্য নিয়ে এটা করে আমার জানা নেই। শাবনূর আপার কিছুই হয়নি। তিনি ভালো আছেন, সুস্থ আছেন, বেঁচে আছেন। অস্ট্রেলিয়ার সিডনিতেই আছেন তিনি। শিগগিরই বাংলাদেশে ফিরবেন। কেউ দুশ্চিন্তা করবেন না।‘

এ প্রসঙ্গে একজন শীর্ষ অভিনেতা বলেন, বিভিন্ন ধরনের গুজব ছড়ানোর মূল উৎস ইউটিউব। সেখানে থাম্বনেইল ইমেজে এক খবর থাকে ক্লিক করলে আরেক খবর আসে। কিন্তু যারা ক্লিক করে না, তারা না বুঝেই বিভিন্ন জনের সাথে আলোচনা করেন। কিছু ইউটিউবারের কারণে এমন গুজব সর্বত্র ছড়িয়ে পড়ে।

উল্লেখ্য, বছর দুয়েক আগে গুজব ছড়িয়ে ছিল নব্বই পরবর্তী বাংলা চলচ্চিত্রের জনপ্রিয় নায়িকা শাবনূর এক ভয়ংকর রোগে আক্রান্ত হয়ে মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছেন। এবার নতুন ধরনের এই গুজব ছড়ানো হয়।

Bootstrap Image Preview