Bootstrap Image Preview
ঢাকা, ১৯ শুক্রবার, এপ্রিল ২০২৪ | ৬ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

গুজব রটনা কারীদের ধরিয়ে দেওয়ার আহ্বান প্রধানমন্ত্রী

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ৩০ জুলাই ২০১৯, ০১:০৩ PM
আপডেট: ৩০ জুলাই ২০১৯, ০১:০৮ PM

bdmorning Image Preview


যারা গুজব ছড়ায় তাদের ধরিয়ে দিতে দেশবাসীর প্রতি আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

মঙ্গলবার (৩০ জুলাই) আওয়ামী লীগের বিশেষ জরুরি সভায় লন্ডন সফরে থাকা প্রধানমন্ত্রী টেলিকনফারেন্সের মাধ্যমে দেশবাসীকে এ আহ্বান জানান।

যারা দেশে গুজব ছড়াচ্ছে, মিথ্যা রটাচ্ছে তাদের ধরিয়ে দিতে দেশবাসীর প্রতি আহ্বান জানিয়ে টেলিকনফারেন্সে প্রধানমন্ত্রী বলেন, কেউ আইন নিজের হাতে তুলে নেবেন না। কেউ যদি অন্যায় করে তাকে আইন-শৃঙ্খলা বাহিনীর কাছে সোপর্দ করুন।

এছাড়া ডেঙ্গু মশা নিধনে সবাইকে এগিয়ে আসতে লন্ডন থেকে টেলি কনফারেন্সে প্রধানমন্ত্রী শেখ হাসিনা আহ্বান জানিয়েছেন। মঙ্গলবার দুপুরে ডেঙ্গু মশা নিধনে আওয়ামী লীগের যৌথ সভায় দলীয় কর্মীদের পরিচ্ছন্নতা অভিযানে অংশগ্রহণের নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী। সভায় ঢাকা মহানগরের শীর্ষ নেতা, ঢাকার দুই সিটি করপোরেশনের মেয়র, ওয়ার্ড কাউন্সিলরগণ অংশ নিয়েছেন ।

ডেঙ্গু নিধনে সকলে ঘর-বাড়ি পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হবে।দেশে উৎপাদিন দুগ্ধজাত পণ্যের বিষয়ে আমদানিকারদের কারসাজির বিষয়ে সন্দেহ প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী।

Bootstrap Image Preview