Bootstrap Image Preview
ঢাকা, ২৯ শুক্রবার, মার্চ ২০২৪ | ১৫ চৈত্র ১৪৩০ | ঢাকা, ২৫ °সে

মসজিদের ব্যাটারি চুরি করায় যুবকের কারাদণ্ড

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ২৯ জুলাই ২০১৯, ০৬:২৩ PM
আপডেট: ২৯ জুলাই ২০১৯, ০৬:২৩ PM

bdmorning Image Preview
প্রতীকী ছবি


বগুড়ার দুপচাঁচিয়ায় মসজিদের ব্যাটারি চুরির অভিযোগে এক যুবককে ৩ মাসের কারাদণ্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত।

সোমবার (২৯ জুলাই) দুপচাঁচিয়া উপজেলা নির্বাহী ম্যাজিস্ট্রেট (ইউএনও) এস.এম জাকির হোসেনের ভ্রাম্যমাণ আদালত তাকে চুরির অভিযোগে দণ্ড প্রদান করেন।

দণ্ডপ্রাপ্ত সোহেল সরদার (২৬) নামের যুবক উপজেলার বলদাহার গ্রামের মোজাহার সরদারের ছেলে।

এর আগে পুলিশ সোমবার সকালে বলদাহার গ্রাম থেকে তাকে গ্রেফতার করে ভ্রাম্যমাণ আদালতে সোপর্দ করে। সে ঐ গ্রামের মসজিদের ব্যাটারি চুরি করতে গিয়েছিল বলে জানান থানার এসআই খোরশেদ আলম।

থানার অফিসার ইনচার্জ (ওসি) মিজানুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন। পুলিশ দণ্ডপ্রাপ্ত সোহেল সরদারকে দুপুরে বগুড়ার জেল হাজতে প্রেরণ করেছে।

Bootstrap Image Preview