Bootstrap Image Preview
ঢাকা, ২৬ শুক্রবার, এপ্রিল ২০২৪ | ১৩ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

জাতীয় বিশ্ববিদ্যালয়ে অনার্সে ভর্তির আবেদন ১ সেপ্টেম্বর থেকে শুরু

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ২৮ জুলাই ২০১৯, ০৭:১৭ PM
আপডেট: ২৮ জুলাই ২০১৯, ০৭:১৭ PM

bdmorning Image Preview
সংগৃহীত ছবি


জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত কলেজসমূহে ২০১৯-২০ শিক্ষাবর্ষে স্নাতক (সম্মান) প্রথম বর্ষে ভর্তির আবেদন শুরু হবে আগামী ১ সেপ্টেম্বর থেকে। অনলাইনে আবেদন গ্রহণ চলবে ১৫ সেপ্টেম্বর পর্যন্ত। প্রার্থীদের অনলাইন আবেদন ফরম আগামী ১৬ সেপ্টেম্বরের মধ্যে সংশ্লিষ্ট কলেজে জমা দিতে হবে। ভর্তি প্রক্রিয়া শেষে আগামী ১ অক্টোবর থেকে শিক্ষার্থীদের ক্লাস শুরু হবে।

রবিবার (২৮ জুলাই) সকাল ১১টায় বিশ্ববিদ্যালয়ের ভর্তি কমিটির সাধারণ সভায় এসব সিদ্ধান্ত গ্রহণ করা হয়। এ সময় সভায় সভাপতিত্ব করেন জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. হারুন-অর-রশিদ।

১ম বর্ষ অনার্স (প্রফেশনাল) ভর্তি কার্যক্রম শুরু ২২ সেপ্টেম্বর :

সভায় ২০১৯-২০ শিক্ষাবর্ষে প্রথম বর্ষ অনার্স (প্রফেশনাল) অনলাইন আবেদন গ্রহণের তারিখ ২২ সেপ্টেম্বর থেকে ৯ অক্টোবর পর্যন্ত নির্ধারণ করা হয়েছে। প্রার্থীদের অনলাইন আবেদন ফরম ১০ অক্টোবরের মধ্যে সংশ্লিষ্ট কলেজে জমা দিতে হবে। প্রথম বর্ষ অনার্স (প্রফেশনাল) কোর্সের শিক্ষার্থীদের ক্লাস শুরু ২৪ অক্টোবর।

সভায় আরও সিদ্ধান্ত হয়, একই অথবা দু’টি ভিন্ন শিক্ষাবর্ষে কোনো প্রার্থী স্নাতক (সম্মান), স্নাতক (সম্মান) প্রফেশনাল ও স্নাতক (পাস) কোর্সে দ্বৈত ভর্তি হলে তার উভয় ভর্তি বাতিল বলে গণ্য হবে।

এছাড়াও ভর্তি বিজ্ঞপ্তি যথাসময়ে দৈনিক পত্রিকা ও বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে প্রকাশ করা হবে।

Bootstrap Image Preview