Bootstrap Image Preview
ঢাকা, ২৪ বুধবার, এপ্রিল ২০২৪ | ১০ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

মাত্র দুই পিস কলার দাম ৪৪২ টাকা রাখায় ২৫০০০ জরিমানা

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ২৮ জুলাই ২০১৯, ০৫:১০ PM
আপডেট: ২৮ জুলাই ২০১৯, ০৫:১০ PM

bdmorning Image Preview
সংগৃহীত ছবি


মাত্র দু’টি কলার দাম হিসেবে বিল করা হয়েছে ৪৪২ টাকা। অবাক করার মতো হলেও একটি হোটেলের বিলে এমনটাই উল্লেখ করা হয়েছে। যা দেখে চমকে গেছেন ক্রেতা। সাথে সাথে অভিযোগও করেছেন তিনি।

ঘটনাটি ঘটেছে বলিউড অভিনেতা রাহুল বোসের সঙ্গে। তিনি একটি ভিডিও পোস্ট করেছেন। সেখানে জানিয়েছেন যে চণ্ডীগড়ের একটি পাঁচতারকা হোটেলে রয়েছেন তিনি। দারুণ স্যুট। সেই স্যুটের ছবিও দেখালেন তিনি। খুব সুন্দর করে সাজানো। তবে বিপাকে পড়েছেন কলা অর্ডার করে। দু’টো কলা দেওয়া হয়েছে তাকে। সঙ্গে দেয়া হয়েছে বিলও। কিন্তু বিল দেখেই আক্কেলগুড়ুম হয়েযায় তার। কলার দাম ৪৪২ টাকা।

বিলে লেখা আছে ফুড প্ল্যাটার। যার আসল দাম ৩৭৫ টাকা। আর ৩৩ টাকা করে দু’টি জিএসটি। সব মিলিয়ে কলা দু’টি যাকে বলে একেবারে মহামূল্যবান। ভিডিওটি প্রকাশ্যে আসার পর থেকেই হইচই শুরু হয়ে যায় সোশ্যাল মিডিয়ায়।

যার ফলে দ্রুতই ওই হোটেলের বিরুদ্ধে জিএসটি নিয়ে তদন্তের নির্দেশ দেওয়া হয়েছে।

চণ্ডীগড়ের শুল্ক বিভাগের ডেপুটি কমিশনার ও ট্যাক্সেশন কমিশনার মনদীপ সিং ব্রার অবৈধভাবে জিএসটি নেওয়ার জন্য জেডব্লিউ ম্যারিয়ট হোটেলের বিরুদ্ধে তদন্ত করেন। দু’টি কলার দাম কেন ৪৪২ টাকা নেওয়া হল, তা তদন্ত করে দেখা হয়।

তদন্ত শেষে শুল্ক ও কর বিভাগের তরফ থেকে ২৫০০০ টাকা জরিমানা ধার্য করা হয়েছে ওই হোটেলের জন্য। অবৈধভাবে কর নেওয়ার জন্য শাস্তিস্বরূপ এই জরিমানা ধার্য করা হয়েছে।

এ বিষয়ে মনদীপ সিং ব্রার জানিয়েছেন, অভিনেতার পোস্ট করা ভিডিও দেখেই তদন্তের নির্দেশ দিয়েছেন তিনি। ফলে কীভাবে ওই হোটেল জিএসটি নিল, সেটা খতিয়ে দেখেছেন তারা। পাশাপাশি অন্য কোন কোন খাবারে এই হোটেল অবৈধভাবে জিএসটি নিচ্ছে, সেটাও তদন্ত করে দেখেছেন।

Bootstrap Image Preview