Bootstrap Image Preview
ঢাকা, ২৫ বৃহস্পতিবার, এপ্রিল ২০২৪ | ১২ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

আমেরিকাকে ছাড়াই পরমাণু সমঝোতা বৈঠকে বসছে ৫ দেশ

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ২৮ জুলাই ২০১৯, ১০:২৭ AM
আপডেট: ২৮ জুলাই ২০১৯, ১০:২৭ AM

bdmorning Image Preview


আজ রবিবার অস্ট্রিয়ার রাজধানী ভিয়েনায় পরমাণু সমঝোতা নিয়ে ইসলামি প্রজাতন্ত্র ইরানের সঙ্গে বৈঠকে বসবে পাঁচটি দেশ। দেশগুলো হলো- ব্রিটেন, ফ্রান্স, জার্মানি, রাশিয়া ও চীন। ভিয়েনাভিত্তিক আন্তর্জাতিক আণবিক শক্তি সংস্থা বা আইএইএ-তে নিযুক্ত রাশিয়ার রাষ্ট্রদূত মিখাইল উলাইয়ানভ এ খবর দিয়েছেন।

এর আগে শনিবার টুইটারে দেয়া পোস্টে লিখেছেন, “২৮ জুলাই ভিয়েনায় পরমাণু সমঝোতা বিষয়ক যৌথ কমিশনের রাজনৈতিক পরিচালক পর্যায়ে একটি বৈঠক হবে।” এর আগে অন্য এক পোস্টে উলাইয়ানভ বলেন, “মার্কিন কর্মকর্তারা পীড়াপীড়ি করছেন যে, ইরান ইউরেনিয়াম সমৃদ্ধ করতে পারবে না কিন্তু তারা ভুলে যাচ্ছেন পরমাণু নিরস্ত্রীকরণ চুক্তি বা এনপিটির চতুর্থ ধারা অনুসারে এ চুক্তিতে সই করা যেকোনো দেশ ইউরেনিয়াম সমৃদ্ধ করার অধিকার রাখে।”

পরমাণু সমঝোতা থেকে আমেরিকা বেরিয়ে যাওয়ার এক বছর পর ইরান যখন কিছু বাধ্যবাধকতা কমিয়ে এনেছে তখন নতুন করে এ বৈঠক হতে যাচ্ছে। বৈঠকের কথা নিশ্চিত করেছেন ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র সাইয়্যেদ আব্বাস মূসাভি।

Bootstrap Image Preview