Bootstrap Image Preview
ঢাকা, ২৫ বৃহস্পতিবার, এপ্রিল ২০২৪ | ১১ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

ফেসবুকে ‘গুজব ছড়িয়ে’ বিএনপির কর্মী গ্রেফতার

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ২৭ জুলাই ২০১৯, ০৬:৫৬ PM
আপডেট: ২৭ জুলাই ২০১৯, ০৬:৫৬ PM

bdmorning Image Preview
সংগৃহীত ছবি


ফেসবুকে গুজব ছড়ানোর অভিযোগে টাঙ্গাইলের ভূঞাপুর উপজেলা থেকে এক যুবককে গ্রেফতার করেছে জেলা গোয়ান্দা পুলিশ (ডিবি)। 

শুক্রবার (২৬ জুলাই) দিবাগত রাতে ভূঞাপুর বাসস্ট্যান্ড এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।

গ্রেফতার আবদুর রহমান (২৩) একই উপজেলার পলশিয়া গ্রামের বাসিন্দা। তিনি বিএনপির কর্মী বলে  জানিয়েছে পুলিশ। এ সময় তার কাছ থেকে একটি মুঠোফোন ও একটি কম্পিউটার উদ্ধার করা হয়।

গ্রেফতার ব্যক্তি ভুয়া ফেসবুক আইডি ব্যবহার করে একটি গ্রুপে লেখেন, ‘বাংলাদেশের পদ্মাসেতু নির্মাণ কাজের চলতি পথে বাধা হয়েছে, তাই এক লাখ বা তার বেশি মাথার প্রয়োজন।

পদ্মাসেতুর কাজ চালাতে তাই বাংলাদেশের প্রধানমন্ত্রীর নির্দেশে সারা বাংলাদেশ জুড়ে ৪২টি দল বের হয়েছে এই মাথা সংগ্রহের জন্য।’  

আজ শনিবার দুপুরে এক সংবাদ সম্মেলনে জেলা পুলিশ সুপার সঞ্জিত কুমার রায় এ তথ্য জানান। তিনি বলেন, গ্রেফতার ‘যুবক তার নিজের ব্যবহৃত মোবাইল নম্বর দিয়ে ভুয়া ফেসবুক আইডি, পেজ ও গ্রুপ খুলে “পদ্মা সেতু নির্মাণে মানুষের মাথা লাগবে” এমন একটি পোস্ট দেন, যা পরবর্তীতে একাধিকবার শেয়ার হয়। 

এতে জনমনে ভীতির সৃষ্টি হয়। পরে তথ্য প্রযুক্তি ব্যবহার করে গোপন সংবাদের ভিত্তিতে তাকে গ্রেফতার করা হয়।

পুলিশের এ কর্মকর্তা আরও বলেন গ্রেফতার,ব্যক্তির বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা দায়ের করা হয়েছে।

গ্রেফতার যুবক বিএনপি কর্মী বলে এলাকাবাসী জানিয়েছে। পরে তাকে পাঁচ দিনের রিমান্ড চেয়ে আদালতে পাঠানো হয়েছে।

Bootstrap Image Preview