Bootstrap Image Preview
ঢাকা, ২৯ শুক্রবার, মার্চ ২০২৪ | ১৫ চৈত্র ১৪৩০ | ঢাকা, ২৫ °সে

ইনস্টাগ্রামে ছবি পোস্ট করে কত টাকা পান রোনালদো-মেসি -কোহলিরা?

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ২৭ জুলাই ২০১৯, ০৫:৪৬ PM
আপডেট: ২৭ জুলাই ২০১৯, ০৫:৪৬ PM

bdmorning Image Preview


প্রিয় তারকা খেলোয়াড়দের অনুসরণ করার জনপ্রিয় মাধ্যম ইনস্টাগ্রাম। যেখানে বিশ্বের তারকা খেলোয়াড়রা নিজেদের সেরা ছবি গুলো ভক্তদের জন্য শেয়ার করে থাকেন। কিন্তু কখনো কি মনে প্রশ্ন জেগেছে প্রতিটি ছবি শেয়ার করে খেলোয়াড়রা কত টাকা করে পান?

সম্প্রতি ইনস্টাগ্রাম স্পোর্টস রিচ লিস্ট ২০১৯-এর তালিকা সামনে এসেছে। সারা বিশ্বের খেলোয়াড়দের সেই তালিকার নবম স্থানে রয়েছেন ভারতীয় ক্রিকেট দলের অধিনায়ক বিরাট কোহলি। সেখানে বলা হয়েছে, কোহলি ইনস্টাগ্রামে প্রতিটি পোস্টের জন্য পান ১ লাখ ৯৬ হাজার ডলার। বাংলাদেশি টাকায় ১ কোটি ৬৫ লাখ ৫০ হাজারের মতো।

ইনস্টাগ্রাম স্পোর্টস রিচ লিস্ট ২০১৯-এর শীর্ষে রয়েছেন ক্রিস্টিয়ানো রোনাল্ডো। এখানে প্রতিটি স্পনসরড পোস্টের জন্য তিনি চার্জ করেন ৯ লাখ ৭৫ হাজার মার্কিন ডলার। অর্থাৎ, ৮ কোটি ২৩ লাখ টাকার মতো। 


এই তালিকায় শীর্ষ দশ খেলোয়াড় হলেন:

ক্রিস্টিয়ানো রোনালদো (ফুটবলার): ৯ লাখ ৭৫ হাজার ডলার
নেইমার (ফুটবলার): ৭ লাখ ২২ হাজার ডলার
লিওনেল মেসি (ফুটবলার): ৬ লাখ ৪৮ হাজার ডলার
ডেভিড বেকহ্যাম (ফুটবলার): ৩ লাখ ৫৭ হাজার ডলার
লিবর্ন জেমস (বাস্কেটবল): ২ লাখ ৭২ হাজার ডলার
রোনালদিনহো (ফুটবলার): ২ লাখ ৫৬ হাজার ডলার
গ্যারেথ বেল (ফুটবলার): ২ লাখ ১৮ হাজার ডলার
জ্লাতান ইব্রাহিমোভিচ (ফুটবলার): ২ লাখ ডলার
বিরাট কোহলি (ক্রিকেটার): ১ লাখ ৯৬ হাজার ডলার
লুইস সুয়ারেজ (ফুটবলার): ১ লাখ ৮৪ হাজার ডলার

Bootstrap Image Preview