Bootstrap Image Preview
ঢাকা, ২৭ সোমবার, জানুয়ারী ২০২০ | ১৪ মাঘ ১৪২৬ | ঢাকা, ২৫ °সে

ধানমণ্ডি আইডিয়াল কলেজের তিন শিক্ষার্থী নদীতে গোসল করতে গিয়ে নিঁখোজ

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ২৭ জুলাই ২০১৯, ০৩:১৮ PM
আপডেট: ২৭ জুলাই ২০১৯, ০৩:১৮ PM

bdmorning Image Preview
প্রতীকী ছবি


সাভারে ধলেশ্বরী নদীতে গোসল করতে নেমে নিঁখোজ হয়েছেন ধানমণ্ডি আইডিয়াল কলেজের তিন শিক্ষার্থী।

শনিবার (২৭ জুলাই) দুপুরে সাভারের ব্যাংক টাউন এলাকায় ধলেশ্বরী নদীতে এ ঘটনা ঘটে। খবর পেয়ে সাভার ফায়ার সার্ভিসের একটি দল ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার কাজ শুরু করেছে।

নিখোঁজ শিক্ষার্থীরা হলেন, মেহেদী, আকাশ ও রাজন। তারা সবাই ধানমণ্ডি আইডিয়াল কলেজের শিক্ষার্থী।

নিখোঁজ শিক্ষার্থীর সহপাঠী মোকাদ্দেম  জানায়, শনিবার ধানমণ্ডি থেকে কলেজ প্রথম বর্ষের ১২ শিক্ষার্থী সাভারের ব্যাংক টাউন এলাকায় বেড়াতে আসে। পরে দুপুরের দিকে তারা ওই নদীতে গোসল করতে নামে। এদের মধ্যে চারজন মাঝ নদীতে চলে যায়।তাদের মধ্যে একজন তীরে উঠে আসলেও বাকি তিনজন নিখোঁজ রয়েছেন। 

বিষয়টি নিশ্চিত করে সাভার ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার লিটন আহম্মেদ বলেন, ফায়ার সার্ভিসের একটি দল ঘটনাস্থলে পৌঁছে  উদ্ধার অভিযান শুরু করেছে।

 

Bootstrap Image Preview