Bootstrap Image Preview
ঢাকা, ১৭ বুধবার, এপ্রিল ২০২৪ | ৩ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

নিজ হাতে ফগার মেশিন নিয়ে ঢাবিতে ছাত্রলীগ সাধারণ সম্পাদক

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ২৬ জুলাই ২০১৯, ০৭:৪১ PM
আপডেট: ২৬ জুলাই ২০১৯, ০৭:৪১ PM

bdmorning Image Preview
সংগৃহীত


ফগার মেশিন হাতে নিয়ে নিজেই ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন হল ও একাডেমিক ভবনের আশপাশে মশার ওষুধ ছিটালেন ছাত্রলীগ সাধারণ সম্পাদক গোলাম রাব্বানী। শুক্রবার বিকেলে এ ওষুধ ছিটানো হয়।

সামাজিক যোগাযোগম মাধ্যম ফেসবুকে রাব্বানী তার অ্যাকাউন্টে ওষুধ ছিটানোর দৃশ্য লাইভ করেন। তাতে দেখা যায়, কলাভবন ও ডাকসুর পাশের ঝোপঝাড়ে নিজেই মেশিন হাতে নিয়ে মশার ওষুধ ছিটাচ্ছেন রাব্বানী। এসময় তার সঙ্গে ছাত্রলীগের নেতাকর্মীরা ছিলেন।

এসময় রাব্বানী বলেন, ঢাকায় ডেঙ্গু মহামারি আকার ধারণ করেছে। দুই সিটি করপোরেশন ডেঙ্গু সমস্যা সমাধানে ব্যর্থ। হাসপাতালগুলোতে রোগী রাখার জায়গা নেই। বিশ্ববিদ্যালয়ের অনেক শিক্ষার্থী আক্রান্ত হয়েছেন। আজ আমরা ৫০টি মেশিন দিয়ে সারা ক্যাম্পাসে ওষুধ ছিটিয়েছি।

তিনি আরও বলেন, মশা নিধনের জন্য বিশাল বাজেট থাকে সিটি করপোরেশনগুলোতে। এগুলো ঠিক মতো জবাবদিহিতার মধ্যে যেত তাহলে হয়তো ডেঙ্গু এই মহামারি আকার ধারণ করতো না।

Bootstrap Image Preview