Bootstrap Image Preview
ঢাকা, ২৪ বুধবার, এপ্রিল ২০২৪ | ১১ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

যে শহরে ইসরায়েলি পতাকা উড়ানো নিষিদ্ধ করল ফ্রান্স

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ২৬ জুলাই ২০১৯, ০১:১১ PM
আপডেট: ২৬ জুলাই ২০১৯, ০১:১১ PM

bdmorning Image Preview


ফ্রান্সের একটি শহরে ইসরায়েলি পতাকা উড়ানো নিষিদ্ধ করা হয়েছে। গতকাল দেশটির পূর্বাঞ্চলীয় শহরে স্ট্রাসবুর্গ এমন সিদ্ধান্ত নেওয়া হয়।

মিডল ইস্ট মনিটর জানায়, ইসরায়েলি ফুটবল টিম মেকাবি হাইফার সমর্থকদের ইসরায়েলি পতাকা উড়ানো থেকে বিরত রাখতে এমন সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

এ দিকে শহরটির পুলিশের এমন সিদ্ধান্তের সমালোচনা করেছে ইসরায়েলি গণমাধ্যমগুলো। এর মধ্য দিয়ে ফ্রান্সে ইহুদি বিরোধিতা আশঙ্কাজনকভাবে বৃদ্ধি পাচ্ছে বলে ইসরায়েলের চ্যানেল সেভেন বর্ণনা করে।

এদিকে ইসরায়েলি ফুটবল দলটির সমর্থকদেরও নির্দিষ্ট এলাকার বাইরে যেতে নিষেধাজ্ঞা দিয়েছে নগর পুলিশ। এমনকি স্টেডিয়ামে শুধু ৬০০ সমর্থককে প্রবেশের অনুমতি দেওয়া হয়েছে।

ফ্রান্স পুলিশের এক মুখপাত্র জানান, ইসরায়েলিদের ওপর হামলার আশঙ্কা করছেন তারা। তার আগাম সতর্কতা হিসেবে এমন সিদ্ধান্ত নিয়েছেন তারা।

Bootstrap Image Preview