Bootstrap Image Preview
ঢাকা, ২৯ শুক্রবার, মার্চ ২০২৪ | ১৫ চৈত্র ১৪৩০ | ঢাকা, ২৫ °সে

বস্তা বন্দি বাঘের চামড়া-হাড় উদ্ধার

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ২১ জুলাই ২০১৯, ০৪:০২ PM
আপডেট: ২১ জুলাই ২০১৯, ০৪:০২ PM

bdmorning Image Preview
সংগৃহীত


ভারতের পশ্চিমবঙ্গের গুয়াহাটিতে বস্তা থেকে রয়েল বেঙ্গল টাইগারের চামড়া ও হাড় উদ্ধার করেছে পুলিশ। এই ঘটনায় দুই পাচারকারীকে গ্রেফতার করা হয়। ধারণা করা হয় আসমের পাহাড়-জঙ্গল থেকে পাচারকারীরা ওই বাঘটি শিকার করেছিলো। ভারতীয় সংবাদ সংস্থা আনন্দবাজার এমন খবর প্রকাশ করে।

শনিবার রাতে লংহিং এলাকায় এ ঘটনা ঘটে। এর মধ্যে এক পাচারকারীর নাম অমর টিমুং।

পুলিশের বরাত দিয়ে খবরে বলা হয়, ওই রাতে একটি মোটরসাইকেল দুর্ঘটনায় পড়ে। এ সময় ছিটকে পড়ে ২ আরোহী ও তাদের সঙ্গে থাকা একটি বস্তা। সেই বস্তা থেকে ছিটকে বের হয়ে পড়ে পূর্ণবয়স্ক বাঘের চামড়া ও হাড়গোড়। সঙ্গে সঙ্গে পুলিশ মোটরসাইকেলের চালক অমর টিমুং ও তার সঙ্গীকে গ্রেপ্তার করে।

আরো বলা হয়, তারা বাঘের হাড় এবং চামড়া ফরেনসিক পরীক্ষায় পাঠানো হয়েছে। টিমুংরা এগুলো বিক্রির চেষ্টায় ছিলো। সম্ভবত কয়েক দিন আগে বাঘটিকে মারা হয়েছিলো।

এদিকে কাজিরাঙার ফিল্ড ডিরেক্টর পি শিবকুমার জানান, বাঘটি কাজিরাঙার নাও হতে পারে। কার্বি পাহাড়েও বাঘ রয়েছে। এখন পর্যন্ত বন্যায় কাজিরাঙায় ১৪২টি পশু মারা গেলেও, এই মৌসুমে শিকারের ঘটনা ঘটেনি।

Bootstrap Image Preview