Bootstrap Image Preview
ঢাকা, ২৫ বৃহস্পতিবার, এপ্রিল ২০২৪ | ১২ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

ডেমরা থানার উদ্যোগে জঙ্গি-সন্ত্রাস, মাদক ও ইভটিজিং বিরোধী সমাবেশ

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ২১ জুলাই ২০১৯, ০৩:৪৬ PM
আপডেট: ২১ জুলাই ২০১৯, ০৩:৪৬ PM

bdmorning Image Preview


ঢাকা মেট্রোপলিটন পুলিশের ডেমরা থানা পুলিশের উদ্যোগে ডেমরা বিশ্ববিদ্যালয়ে জঙ্গি-সন্ত্রাস, মাদক ও ইভটিজিং বিরোধী এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

উক্ত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ওয়ারী বিভাগের উপ-পুলিশ কমিশনার মোহাম্মদ ইব্রাহিম খান পিপিএম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ডেমরা জোনের সহকারি পুলিশ কমিশনার রবিউল ইসলাম, ডেমরা থানার অফিসার ইনচার্জ মোঃ সিদ্দিকুর রহমান ও ডেমরা বিশ্ববিদ্যালয়ের অধ্যক্ষ ইউনুছ মোল্লা। এছাড়াও ডেমরা থানা এলাকার বিভিন্ন নেতৃবৃন্দ, সাংস্কৃতিক ব্যক্তিত্ত্ব, রাজনৈতিক ব্যক্তিত্ত্ব, কমিউনিটি পুলিশের নেতৃবৃন্দ, সুধীজন ও বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক, ছাত্র-ছাত্রী, সাংবাদিকসহ ৭০০-৮০০ লোক অংশগ্রহণ করেন।

উক্ত আলোচনা সভায় জঙ্গি, সন্ত্রাসবাদ, ইভটিজিং, বাল্যবিবাহ, ট্রাফিক সচেতনতা ও মাদক বিরোধী সংক্রান্তে উন্মুক্ত আলোচনা করা হয়।

Bootstrap Image Preview