Bootstrap Image Preview
ঢাকা, ১৯ শুক্রবার, এপ্রিল ২০২৪ | ৬ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

সাত কলেজের অধিভুক্তি বাতিলের দাবিতে ঢাবির সব ভবনে তালা

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ২১ জুলাই ২০১৯, ১২:৪৬ PM
আপডেট: ২১ জুলাই ২০১৯, ১২:৪৬ PM

bdmorning Image Preview


ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত রাজধানীর সরকারি সাত কলেজের অধিভুক্তি বাতিলের দাবিতে একাডেমিক, অফিসিয়াল ভবনে তালা দিয়েছে আন্দোলনরত শিক্ষার্থীরা।

আজ রবিবার ভোরে তারা বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবন, কলাভবন, বাণিজ্য শিক্ষা অনুষদ ও সমাজ বিজ্ঞান অনুষদে তালা ঝুলিয়ে দেয়।

সকাল ৮টায় কলা ভবনের সামনে সরজমিনে গিয়ে দেখা যায়, অধিকাংশ শিক্ষার্থী ক্লাস করতে আসলেও তিন জন ছাত্রী ও তিন জন ছাত্র মূল ভবনে তালা লাগিয়ে হাতে ফেস্টুন নিয়ে বসে আছে। এ সময় ক্লাস করাতে আসা শিক্ষকরা সাত কলেজ সমস্যার সমাধান আস্তে আস্তে হবে আশ্বাস দিয়ে তালা খুলে দিতে আহ্বান জানালেও তারা আন্দোলন থেকে সরে আসেননি।

অধিভুক্তি বাতিলের দাবি মেনে না নেওয়া পর্যন্ত তালা খুলবে না বলে জানান আন্দোলনকারীরা। তাদের দাবি, অধিভুক্ত কলেজের শিক্ষার্থীরা বিভিন্ন জায়গায় নিজেদের ঢাবির শিক্ষার্থী পরিচয় দেয়, ফলে তাদের পরিচয় সংকটে পড়তে হচ্ছে। এ আন্দোলনে প্রথম ও দ্বিতীয় বর্ষের শিক্ষার্থীদের বেশি অংশ নিতে দেখা গেছে।

এদিকে শিক্ষার্থীদের আন্দোলনের ফলে সকালে ক্লাস করতে এসে ফিরে গেছেন শিক্ষক-শিক্ষার্থীরা। এর আগে ৮টায় কর্মচারীরা তালা খুলতে এসেও আন্দোলনকারীদের বাঁধার সম্মুখীন হয়।

Bootstrap Image Preview