Bootstrap Image Preview
ঢাকা, ২০ শনিবার, এপ্রিল ২০২৪ | ৭ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

গোপালপুরে মোঃ নূর নবী বালামকে সভাপতি করে বাকশিসের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা

গোপালপুর প্রতিনিধি
প্রকাশিত: ২১ জুলাই ২০১৯, ১২:৩৬ PM
আপডেট: ২৭ জুলাই ২০১৯, ০৩:৫১ PM

bdmorning Image Preview
সংগৃহীত ছবি


টাঙ্গাইলের গোপালপুর উপজেলায় বাংলাদেশ কলেজ শিক্ষক সমিতি (বাকশিস) গোপালপুর শাখার ত্রি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। এ সম্মেলনে মোঃ নূর নবী বালামকে সভাপতি ঘোষণা করে ২১ সদস্যের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করা হয়।

শনিবার (২০ জুলাই) উপজেলার মেহেরুন্নেসা মহিলা কলেজের হল রুমে কলেজের অধ্যক্ষ খন্দকার জাহাঙ্গীর আলমের সভাপতিত্বে বাকশিসের ত্রি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে মেহেরুন্নেসা মহিলা কলেজের সহকারি অধ্যাপক মোঃ নূর নবী বালামকে সভাপতি এবং হেমনগর ডিগ্রী কলেজের প্রভাষক মোঃ লুৎফর রহমানকে সাধারণ সম্পাদক নির্বাচন করে বাকশিসের গোপালপুর উপজেলা শাখার পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করা হয়।

এ সময় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন- বাকশিসের টাংগাইল জেলা শাখার আহ্বায়ক অধ্যাপক আজহার আলী, বাকশিস কেন্দ্রীয় কমিটির বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক মতিউর রহমান, বাকশিস ভুয়াপুর উপজেলা শাখার সাধারণ সম্পাদক, ধনবাড়ি উপজেলা শাখার সভাপতি ও কোষাধ্যক্ষসহ টাংগাইল জেলা সমিতি এবং উপজেলার বিভিন্ন কলেজের শিক্ষক মণ্ডলী। এছাড়াও আরও উপস্থিত ছিলেন উপজেলার বিভিন্ন গণ্যমাণ্য ব্যক্তিবর্গ।

এ বিষয়ে নব নির্বাচিত সভাপতি মোঃ নূর নবী বালাম বলেন, সর্বদা শিক্ষকদের উন্নয়নের জন্য কাজ করতে চাই। আমাকে সভাপতি হিসেবে নির্বাচিত করায় টাংগাইল জেলা কমিটির নেতৃবৃন্দসহ সকলের প্রতি আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জ্ঞাপন করছি। আমি সব সময় এবং সব পরিস্থিতিতেই শিক্ষকদের পাশে দাঁড়াতে চাই। এছাড়াও আমি যেন শিক্ষকদের জন্য সর্বদা কাজ করে যেতে পারি, তাই সবার কাছে দোয়া প্রার্থী।

Bootstrap Image Preview