Bootstrap Image Preview
ঢাকা, ১৫ রবিবার, ডিসেম্বার ২০১৯ | ১ পৌষ ১৪২৬ | ঢাকা, ২৫ °সে

মোবাইলের সিমের জন্য স্বামীকে ঘুমের ওষুধ খাইয়ে লিঙ্গ কর্তন

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ২০ জুলাই ২০১৯, ০৫:২০ PM
আপডেট: ২০ জুলাই ২০১৯, ০৫:২০ PM

bdmorning Image Preview
সংগৃহীত


সাভারে স্বামীকে ঘুমের ওষুধ খাইয়ে লিঙ্গ কর্তনের অভিযোগে স্ত্রী খাদিজা বেগমকে (২৭) আটক করেছে পুলিশ। শনিবার সকালে বিষয়টি নিশ্চিত করেছেন সাভার মডেল থানার উপ-পরিদর্শক (এসআই) শেখ তরিকুল ইসলাম।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, সাভারের মালঞ্চ এলাকায় ভাড়া বাসায় থাকা স্বামী বশির আহম্মেদ ও তার স্ত্রী খাদিজা বেগম এর মধ্যে মোবাইল ফোনের সিম হারানো নিয়ে কয়েকদিন ধরে ঝগড়া চলছিলো। তারই জেরে স্বামীকে ঘুমের ওষুধ খাইয়ে ঘুম পাড়িয়ে বৃহস্পতিবার গভীর রাতে লিঙ্গ কেটে দেন স্ত্রী খাদিজা।

পরে স্বামীর চিৎকারে আশ-পাশের লোকজন তাকে স্থানীয় হাসপাতালে নিয়ে যায়। অন্যদিকে ৪ বছরের মেয়েকে ফেলে রেখে স্ত্রী পালিয়ে যায়।

বশির বরিশাল জেলার কোতয়ালী থানার সিরাজুল ইসলামের ছেলে। তিনি সাভারের রাজ্জাক প্লাজায় মোবাইল সার্ভিসিং এর কাজ করতেন। স্ত্রী খাদিজাও বরিশালের মেয়ে।

এ ব্যাপারে বশির আহম্মেদের ভাই আব্দুস সালাম নিজে বাদী হয়ে সাভার থানায় মামলা দায়ের করেন।

সাভার মডেল থানা পুলিশের উপ-পরিদর্শক (এসআই) তরিকুল ইসলাম বলেন, শুক্রবার রাতে সাভারের বনপুকুর এলাকা থেকে খাদিজাকে আটক করা হয়। তাকে এই মামলায় গ্রেপ্তার দেখিয়ে আদালতে পাঠানো হবে।

Bootstrap Image Preview