Bootstrap Image Preview
ঢাকা, ২০ শনিবার, এপ্রিল ২০২৪ | ৬ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

 অদ্ভুত বোলিং অ্যাকশনে বিতর্ক সৃষ্টি করলেন অশ্বিন (ভিডিও)

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ২০ জুলাই ২০১৯, ০২:২৫ PM
আপডেট: ২০ জুলাই ২০১৯, ০২:২৫ PM

bdmorning Image Preview


তামিলনাড়ু প্রিমিয়র লিগে দিন্দিগুল ড্রাগন বনাম চিপক সুপার গিলিস-এর মধ্যে ম্যাচ চলছিল। ম্যাচের শেষ ওভারে অদ্ভুত এক ডেলিভারি করলেন রবিচন্দ্র অশ্বিন ! 

কেট বিশারদদের অনেকে তাঁর এমন ডেলিভারি হাফ-রোল অ্যাকশন বলছেন। ম্যাচের শেষ দুই বলে জেতার জন্য ১৭ রান প্রয়োজন ছিল চিপক সুপার গিলিসের। তখনই দিন্দিগুল ড্রাগন-এর অশ্বিন এমন একটি ডেলিভারি করেন। যা দেখে ব্যাটসম্যান, আম্পায়ার অবাক। এ আবার কেমন ডেলিভারি! ক্রিকেট অভিধানে এমন ডেলিভারির করার নিয়ম আছে? আম্পায়াররাও দ্বন্দ্বে পড়ে যান। 

অশ্বিনের সেই ডেলিভারি অবশ্য লেগ-স্টাম্পের কিছুটা বাইরে গিয়ে পড়ে। ফলে ওয়াইড-এর সিগন্যাল দেন আম্পায়ার। ম্যাচটা ১০ রানে জিতে নেয় অশ্বিনের দল। শেষ ওভারের দুটি ডেলিভারি নিয়ে অশ্বিন একের পর এক পরীক্ষা-নিরীক্ষা চালাতে থাকেন। 

ভিডিও দেখতে এখানে ক্লিক করুণ............।

Bootstrap Image Preview