Bootstrap Image Preview
ঢাকা, ১৯ শুক্রবার, এপ্রিল ২০২৪ | ৬ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

শ্রীলংকা সিরিজে অধিনায়ক তামিম 

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ২০ জুলাই ২০১৯, ১২:৩৬ AM
আপডেট: ২০ জুলাই ২০১৯, ১২:৩৬ AM

bdmorning Image Preview


গতকাল সন্ধ্যায় ফ্লাড লাইটে অনুশীলন করার সময় হ্যামস্ট্রিংয়ে চোট পেয়ে শ্রীলংকা সিরিজ থেকে ছিটকে গিয়েছেন মাশরাফি বিন মর্তুজা। তাই তাঁর পরিবর্তে  লংকানদের বিপক্ষে তিন ম্যাচে ওয়ানডে সিরিজে তাই দলকে নেতৃত্ব  দিবেন তামিম ইকবাল খান।

শুধু মাশরাফি একা নন, ইনজুরির কারণে ছিটকে গিয়েছেন পেস অলরাউন্ডার মোহাম্মদ সাইফউদ্দিন। এ দুজনের পরিবর্তে দলে ডাকা হয়েছে তাসকিন আহমেদ এবং ফরহাদ রেজাকে।

শনিবার (২০ জুলাই) শ্রীলঙ্কার উদ্দেশ্যে দেশ ছাড়বে বাংলাদেশ দল। সিরিজের প্রথম ওয়ানডে অনুষ্ঠিত হবে ২৬ জুলাই। ২৮ জুলাই দ্বিতীয় ওয়ানডে মাঠে গড়াবে। আর শেষ ওয়ানডে হবে ৩১ জুলাই। সিরিজ শেষ করে ১ আগস্ট দেশে ফিরার কথা টাইগারদের।

শ্রীলংকা সফরে বাংলাদেশ দলঃতামিম ইকবাল(অধিনায়ক), সৌম্য সরকার, মুশফিকুর রহিম, মাহমুদউল্লাহ রিয়াদ, মোহাম্মদ মিঠুন, মোসাদ্দেক হোসেন সৈকত, সাব্বির রহমান, রুবেল হোসেন, মুস্তাফিজুর রহমান, এনামুল হক বিজয়, তাইজুল ইসলাম, মেহেদী হাসান মিরাজ ও তাসকিন আহমেদ, ফরহাদ রেজা।  

Bootstrap Image Preview