Bootstrap Image Preview
ঢাকা, ২৬ শুক্রবার, এপ্রিল ২০২৪ | ১২ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

পানির নিচে রাঙ্গামাটির ঝুলন্ত সেতু

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ১৯ জুলাই ২০১৯, ০৪:৩৩ PM
আপডেট: ১৯ জুলাই ২০১৯, ০৪:৩৩ PM

bdmorning Image Preview
সংগৃহীত ছবি


কাপ্তাই হ্রদের পানিতে তলিয়ে গেছে রাঙ্গামাটির পর্যটন কমপ্লেক্সের ঝুলন্ত সেতু। সম্প্রতি টানা বৃষ্টি ও পাহাড়ি ঢলে সেতুর পাটাতন পানিতে ডুবে যায়। পরে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ পর্যটকদের সেতুর দিয়ে ওপর চলাচলে নিষেধাজ্ঞা জারি করেন। 

রাঙ্গামাটি পর্যটন কমপ্লেক্সের ব্যবস্থাপক সৃজন বিকাশ বড়ুয়া বলেছেন, পর্যটকদের নিরাপত্তায় সেতুর ওপর চলাচলের উপর নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। পানি কমে গেলে নিষেধাজ্ঞা তুলে নেওয়া হবে।

এদিকে অভিযোগ রয়েছে, সেতুকে ঘিরে পর্যটন কর্তৃপক্ষ কোটি টাকা আয় করলেও উন্নয়নের কোনো প্রদক্ষেপ গ্রহণ করা হয়নি। তাই প্রতি বছর বর্ষা মৌসুমে পানি বাড়লে ডুবে যায় এ ঝুলন্ত সেতুটি।

Bootstrap Image Preview