Bootstrap Image Preview
ঢাকা, ২৯ শুক্রবার, মার্চ ২০২৪ | ১৫ চৈত্র ১৪৩০ | ঢাকা, ২৫ °সে

পাবলিক পরীক্ষায় প্রশ্নপত্র সরবরাহের নামে প্রতারণা, গ্রেফতার ২

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ১৯ জুলাই ২০১৯, ১২:৪৮ PM
আপডেট: ১৯ জুলাই ২০১৯, ১২:৪৮ PM

bdmorning Image Preview


এসএসসি,দাখিল ও এইচএসসি পরীক্ষার্থীদের প্রশ্নপত্র সরবরাহ এবং ফেল সাবজেক্ট পাশ করিয়ে এ+ বা গোল্ডেন এ+ পাইয়ে দেয়ার প্রলোভন দেখিয়ে অর্থ আত্মসাৎকারী চক্রের দুইজনকে গ্রেফতার করেছে সাইবার সিকিউরিটি এন্ড ক্রাইম বিভাগ।

গ্রেফতারকৃত ব্যক্তিদের নাম- মুরাদ হাসান (১৯) ও পার্থ সরকার (১৯)। ১৭ জুলাই’১৯ তারিখ ৮.৩০টা রাজধানীর সূত্রাপুর থানা এলাকায় অভিযান করে তাদের গ্রেফতার করা হয়।

সাইবার সিকিউরিটি এন্ড ক্রাইম বিভাগ সূত্রে জানা যায়, বিভিন্ন পাবলিক পরীক্ষার প্রশ্নপত্র ও ফেল সাবজেক্ট পাশ করিয়ে এ+ বা গোল্ডেন এ+ পাইয়ে দেয়ার প্রলোভন দেখিয়ে একটি চক্র অর্থ আত্মসাৎ করছে এমন তথ্য পায় সাইবার সিকিউরিটি এন্ড ক্রাইম বিভাগ। প্রাপ্ত তথ্য যাচাই করে ১৭ জুলাই’১৯ তারিখ ৮.৩০টা সাইবার ক্রাইম বিভাগের ওয়েবসাইট এন্ড ই-মেইল ক্রাইম টিমের ইনচার্জ সিনিয়র সহকারি পুলিশ কমিশনার সাইদ নাসিরুল্লাহ এর নেতৃত্বে সূত্রাপুর থানা এলাকায় অভিযান চালিয়ে উল্লেখিত দুইজনকে গ্রেফতার করা হয়।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা জানায়, ফেসবুকে বিভিন্ন গ্রুপের মাধ্যমে মিথ্যা পরিচয়ে এসএসসি/দাখিল ও এইচএসসি পরীক্ষার্থীদের প্রশ্নপত্র সরবরাহ এবং ফেল সাবজেক্ট পাশ করিয়ে এ+ বা গোল্ডেন এ+ পাইয়ে দেয়ার প্রলোভন দেখিয়ে মোটা অংকের টাকা হাতিয়ে নিত।

এ বিষয়ে সূত্রাপুর থানায় একটি মামলা রুজু হয়েছে এবং  ৭ দিনের রিমান্ডের আবেদন করে গ্রেফতারকৃতদের আজ ১৮ জুলাই’১৯ বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।

Bootstrap Image Preview