Bootstrap Image Preview
ঢাকা, ১৮ বৃহস্পতিবার, এপ্রিল ২০২৪ | ৫ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

ধুনটে জাতীয় মৎস্য সপ্তাহের র‌্যালি

বগুড়া প্রতিনিধি
প্রকাশিত: ১৮ জুলাই ২০১৯, ০৮:৩০ PM
আপডেট: ১৮ জুলাই ২০১৯, ০৮:৩০ PM

bdmorning Image Preview


মৎস্য সেক্টরের সমৃদ্ধি, সুনীল অর্থনীতির অগ্রগতি এ প্রতিপাদ্যকে সামনে রেখে বগুড়ার ধুনটে জাতীয় মৎস্য সপ্তাহ উদ্যাপন উপলক্ষে র‌্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। 

বৃহস্পতিবার (১৮ জুলাই) সকাল ১১টার দিকে উপজেলা মৎস্য কর্মকর্তার কার্যালয়ের উদ্যোগে র‌্যালীটি বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। পরে উপজেলা পরিষদ হলরুমে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

ধুনট উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রাজিয়া সুলতানার সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন ধুনট উপজেলা পরিষদের চেয়ারম্যান আব্দুল হাই খোকন।

সভায় অন্যান্যর মধ্যে বক্তব্য রাখেন, সহকারী কমিশনার (ভূমি) জিনাত রেহানা, ধুনট উপজেলা মৎস্য কর্মকর্তা মির্জা ওমর ফারুক, উপজেলা শিক্ষা কর্মকর্তা কামরুল হাসান, উপজেলা প্রকৌশলী জহুরুল ইসলাম, উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা শাহাবউদ্দিন, মুক্তিযোদ্ধা ফেরদৌস আলম, ধুনট থানার অফিসার ইনচার্জ (ওসি) ইসমাইল হোসেন, ইউপি চেয়ারম্যান গোলাম হোসেন সরকার, লাল মিয়া, নাজমুল কাদির শিপন, আতিকুল করিম আপেল ও উপজেলা সহকারি মৎস্য কর্মকর্তা তহিদুল ইসলাম প্রমুখ।

উল্লেখ্য, আলোচনা সভা শেষে শ্রেষ্ট মৎস্য চাষীদের সম্মাননা ক্রেস্ট প্রদান ও উপজেলা পরিষদের জলাশয়ে পোনা মাছ অবমুক্তকরণ করা হয়।

Bootstrap Image Preview