Bootstrap Image Preview
ঢাকা, ২৭ শনিবার, এপ্রিল ২০২৪ | ১৪ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

প্রকাশ্যে স্ত্রীকে জবাই করে হত্যা মামলায় স্বামীর ফাঁসি

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ১৮ জুলাই ২০১৯, ০২:৩৩ PM
আপডেট: ১৮ জুলাই ২০১৯, ০২:৩৩ PM

bdmorning Image Preview
সংগৃহীত


রাজশাহীতে প্রকাশ্য দিনের বেলা স্ত্রীকে জবাই করে হত্যার দায়ে স্বামী আয়নাল হককে ফাঁসি ও জরিমানার আদেশ দিয়েছে আদালত।

বৃহস্পতিবার দুপুরে মহানগর দায়রা জজ আদালতের বিচারক ওএইচএম ইলিয়াস রায় ঘোষণা করেন।

আদালত সূত্রে জানা গেছে,২০১৬ সালের ১৭ এপ্রিল সকালে পবা উপজেলার বায়া ভোলাবাড়ি গ্রামের আয়নাল হক পারিবারিক দ্বন্দ্বের জের ধরে স্ত্রী সাফিয়া খাতুন বুলবুলিকে বাড়ির সামনে প্রকাশ্যে জবাই করে হত্যা করে।

এঘটনায় স্থানীয়রা আটক করে তাকে পুলিশে দেয়। ঐ দিনই নিহতের বাবা জয়নাল আবেদীন বাদী হয়ে শাহমুখদুম থানায় হত্যা মামলা দায়ের করেন।

পরে তদন্ত শেষে পুলিশ চার্জশিট প্রদান করে। ২০ জন স্বাক্ষীর স্বাক্ষ্য, যুক্তি-শুনানি শেষে বিচারক মামলার একমাত্র আসামি আয়নাল হককে মৃত্যুদণ্ড ও ৫০ হাজার টাকা জরিমানা করে। রায় ঘোষণার সময় আয়নাল আদালতে উপস্থিত ছিলেন।

Bootstrap Image Preview